এক সময় দেব আর মিমি চক্রবর্তীর জুটি নিয়ে কম চর্চা হয়েছে? পর্দায় তাঁদের রসায়ন দেখতে মুখিয়ে থাকত দর্শক। যদিও নায়ক-নায়িকা হিসাবে তাঁরা খুব বেশি ছবি করেননি। অনেক দিন পর্দায় তাঁদের দেখাও যাচ্ছে না। তবু কাকতালীয় ভাবে এই দু’জনে একই জায়গায়! না, মুখোমুখি হননি তাঁরা
খবর, দেব তাইল্যান্ড ছেড়ে কলকাতার পথে রওনা হতেই সেখানে পা রেখেছেন মিমি।
দিন কয়েক আগে তাইল্যান্ডের ক্রাবিতে ‘রঘু ডাকাত’-এর শুটিং করতে গিয়েছিলেন দেব। বিপরীতে ইধিকা পাল। ছবির গানের দৃশ্যের শুটিং ছিল তাঁদের। দেব-ইধিকা ছাড়াও উড়ে গিয়েছিলেন দলের বাকি টেকনিশিয়ান এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। শুটিং সেরে শনিবার কলকাতার বিমান ধরেছেন প্রযোজক-অভিনেতা। সমাজমাধ্যমে সেই ছবি ভাগ করে নিয়েছেন।
আরও পড়ুন:
এ বার সেখানেই পা রাখলেন মিমি। সদ্য শেষ করেছেন তাঁর পুজোর ছবি ‘রক্তবীজ ২’-এর শুটিং। এ বার ছোট্ট বিরতি নিয়ে ক্রাবিতে উড়ে গিয়েছেন। শোনা গিয়েছে, মিমি দিন কয়েক সেখানে ঘুরবেন, বেড়াবেন, নিজের মতো করে সময় কাটাবেন। অভিনেত্রী যদিও শুটিং উপলক্ষে কয়েক দিন ধরেই তাইল্যান্ডে। এ ক’দিন তিনি ছিলেন চুম্পনে। সেখানে আবীর চট্টোপাধ্যায় আর মিমি চক্রবর্তী নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় পুজোর ছবির রোম্যান্টিক গানের দৃশ্যের শুটিং করছিলেন। শুটিংয়ের ব্যস্ততায় দম ফেলার ফুরসত ছিল না তাঁর। চারপাশ ঘুরে দেখবেন, সেই ফুরসত-ও পাননি। কাজ ফুরোতেই আপাতত তাই ছুটির মেজাজে মিমি।