Advertisement
০৮ ডিসেম্বর ২০২৩
Bandaa releases in theatres

অবশেষে ঘুচল ব্যবধান! নজির গড়ে এ বার ওটিটি থেকে প্রেক্ষাগৃহে মনোজের ‘বান্দা’

মুক্তির আগে কম বিতর্ক হয়নি ছবি ঘিরে। এমনকি, একাধিক আইনি নোটিসের জটেও জর্জরিত হয়েছিলেন ছবির নির্মাতারা। সব বিতর্ককে পিছনে ফেলে সাফল্যের নজির গড়ল ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’।

After gaining success on OTT platform, Manoj Bajpayee’s Sir Ek Bandaa Kaafi Hai releases in theatres.

‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবির এক দৃশ্যে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ১৯:৩৮
Share: Save:

বিতর্ক দিয়ে শুরু পথচলা। সপ্তাহ দুয়েক কাটতে কাটতেই নজিরবিহীন সাফল্যের মুখ দেখল মনোজ বাজপেয়ীর ছবি ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ী অভিনীত এই ছবি। ১৩ মে মুক্তির পরেই ওটিটিতেই দর্শকের মধ্যে সাড়া জাগিয়েছে ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। ওটিটি প্ল্যাটফর্মে সাফল্যের পরে এ বার প্রেক্ষাগৃহেও মুক্তি পেল মনোজ বাজপেয়ীর এই ছবি।

‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবির চিত্রনাট্য অনুযায়ী, যৌন নির্যাতনের শিকার এক নাবালিকা। অভিযোগের তির এক স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে। ওই নাবালিকার হয়েই আদালতে সওয়াল করেন এক আইনজীবী। যৌন নির্যাতনের ঘটনার নেপথ্যের সত্য সবার সামনে তুলে ধরতে বদ্ধপরিকর তিনি। এক সাধারণ আইনজীবীর এই অসাধারণ লড়াইয়ের আধারেই তৈরি ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। ১৩ মে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় মনোজ বাজপেয়ী অভিনীত এই ছবি। ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয়তা অর্জন করার পরেই প্রেক্ষাগৃহে ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবির মুক্তি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন নির্মাতারা। এখনও পর্যন্ত ২০টি জায়গায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। মুম্বই, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহারের একাধিক প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে এই ছবি। আগামিদিনে সেই তালিকায় আরও প্রেক্ষাগৃহের নাম যোগ করার ভাবনা রয়েছে নির্মাতাদের। তাঁদের মতে, ‘‘এটা একটা নজিরবিহীন ঘটনা। এর আগে কখনও ওটিটি প্ল্যাটফর্মের মুক্তির পর প্রেক্ষাগৃহে আসেনি ছবি। দর্শকের ভালবাসা পেয়েছে বলেই তাঁদের দাবি মেনে বড় পর্দায় ছবি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবির গল্প। ছবির প্রথম প্রচার ঝলক মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত। ছবির নির্মাতাদের উদ্দেশে আইনি নোটিস পাঠান জেলবন্দি আসারাম বাপু। নিজের আইনজীবী মারফত আইনি নোটিস পাঠান যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু। ছবির মুক্তির উপরেও নিষেধাজ্ঞা জারির আর্জি জানানো হয় তাঁদের তরফে। সব বিতর্ক পিছনে ফেলে গত মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। তবে সেখানেই থামেনি ছবির সাফল্যের রথ। সাড়াজাগানো সাফল্যের পরে এ বার প্রেক্ষাগৃহে মুক্তি পেল মনোজ বাজপেয়ীর ‘বান্দা’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE