Advertisement
২৬ মার্চ ২০২৩

করিনা-সইফ, বিরুষ্কার পর আর এক সেলেব জুটি’র ঘরেও আসতে চলেছে নতুন অতিথি?

লকডাউন কাটতে না কাটতেই একের পর এক সুখবর বলিপাড়ায়। নাতাশা-হার্দিক শুরুটা করেছিলেন। এর পর একে একে করিনা-সইফ, অনুষ্কা-বিরাট। ফিসফাস, খুব শীঘ্রই নাকি সেই লিস্টে নাম লেখাতে চলেছেন আর এক জুটি। শাহিদ এবং মীরাও!

মা হতে চলেছেন অনুষ্কা এবং করিনা।

মা হতে চলেছেন অনুষ্কা এবং করিনা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৩
Share: Save:

লকডাউন কাটতে না কাটতেই একের পর এক সুখবর বলিপাড়ায়। নাতাশা-হার্দিক শুরুটা করেছিলেন। এর পর একে একে করিনা-সইফ, অনুষ্কা-বিরাট। ফিসফাস, খুব শীঘ্রই নাকি সেই লিস্টে নাম লেখাতে চলেছেন আর এক জুটি। শাহিদ এবং মীরাও!

Advertisement

ফ্যানেদের জল্পনার অন্ত নেই। মীরা নতুন ছবি আপলোড করলেই, তাঁরা খুঁজে চলেছেন বেবি বাম্প। কমেন্ট সেকশনে উপচে পড়ছে প্রশ্ন। শাহিদ সোশ্যাল মিডিয়ায় ততটা সক্রিয় নন, তাই প্রশ্নবাণ সামলাতে হচ্ছে স্ত্রী মীরাকেই। এর মধ্যে কিছু দিন আগে আবার বেবিবাম্পের একটি ছবিও শেয়ার করেছেন মীরা। যদিও ছবিটি পুরনো। তাঁর প্রথম সন্তান মিশা জন্মাবার সময়।

শাহীদ- মীরা

Advertisement

মীরা এত দিন চুপই ছিলেন, আর তাতেই অনুরাগীদের জল্পনার জাল আরও বিস্তৃত হচ্ছিল। অবশেষে মুখ খুললেন মীরা। ফ্যানেদের নানা প্রশ্নের উত্তর দিয়েই ফেললেন তিনি। ইনস্টাগ্রামের এমএ (আস্ক মি এনিথিং) সেকশনে এ রকমই এক প্রশ্নের উত্তরে মীরার রসিক জবাব ‘হাম দো হামারে দো (আমরা দু’জন, আমাদেরও দু’জন)। অর্থাৎ মিশাএবংজৈনবাদ দিয়ে আপাতত তৃতীয় সন্তানের পরিকল্পনা নেই সেলেবজুটির, সে কথা স্পষ্ট করেই জানিয়েদিলেন মীরা।অগত্যা বলিবাফদের জল্পনাতে জল। কপূর পরিবার ‘গুড নিউজ’ শোনাচ্ছে না এখনই।

মীরার উত্তর


করিনার সঙ্গে প্রেম ভাঙার পর মীরার সঙ্গে বিয়ে হয় শাহিদের। ইন্ডাস্ট্রিরঅন্দরেরখবর, মীরা খুব কড়া বউ। আর শাহিদ নাকি বেশ সমঝেই চলেন স্ত্রীকে। যদিও মীরার থেকে প্রায় ১৩ বছরের বড় শাহিদ। ২০১৫ সালে বিয়ে হয় তাঁদের। ২০১৬-তে জন্ম হয় মিশার। আর এর ঠিক দু’বছর বাদে জন্ম হয় জৈনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.