Advertisement
E-Paper

‘নিজেকে সিঙ্গল মাদার বলে মনে করি না’, হঠাৎ কেন এ কথা বললেন অভিনেত্রী এশা দেওল?

প্রায় এক বছর হল সংসার ভেঙেছে অভিনেত্রী এশা দেওলের। বিবাহবিচ্ছেদের এই ঘটনা প্রথমে সকলের আড়ালে রাখতে চাইলেও এখন সবটাই প্রকাশ্যে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৪:১৬
After separating from husband BharatTakhtani in 2024, EshaDeol was asked about single parenthood

সন্তানদের কী ভাবে বড় করছেন এশা? ছবি: সংগৃহীত।

কো-প্যারেন্টিং বলিউডে নতুন কিছু নয়। আমির খান-কিরণ রাও থেকে আরবাজ় খান-মালাইকা অরোরা, কঙ্কনা সেনশর্মা-রণবীর শোরে— সবাই এই একই পথ বেছে নিয়েছেন। একসঙ্গে সংসার না করলেও মা-বাবা হিসাবে সন্তানদের সব দায়িত্বই তাঁরা পালন করেন। প্রায় এক বছর হল বিবাহবিচ্ছেদ হয়েছে হেমা মালিনী-ধর্মেন্দ্রর বড় মেয়ে এশা দেওলের। একটি বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন তিনি। ২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী।

২০১৭ সালে জন্ম হয় বড় মেয়ে রাধ্যার। তার পর সব ঠিকই ছিল। কিন্তু শোনা যায়, ভরতের পরকীয়ার জন্যই সম্পর্কে চিড় ধরে তাঁদের। তবে বিচ্ছেদ হলেও দুই সন্তানের দায়িত্বই সমান ভাবে পালন করছেন তাঁরা। সম্প্রতি ‘সিঙ্গল মাদার’ উক্তি করে এশাকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন, তিনি নিজেকে ‘সিঙ্গল মাদার’ হিসাবে মনেই করেন না। অভিনেত্রী বলেন, “নিজেকে সিঙ্গল মাদার হিসাবে মনে করি না। আর আমার সঙ্গীকেও সেটা মনে করতে দিই না। যদিও আমাদের সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছে। কিন্তু মা-বাবা হিসাবে আমাদের দায়িত্ব, কর্তব্য কিছুই পরিবর্তন হয়নি।” নিজেকে সিঙ্গল মাদার বলতে বিন্দুমাত্র রাজি নন এশা।

শোনা যায়, ‘গদর ২’-এর সাকসেস পার্টি থেকেই তাঁদের যত সমস্যার সূত্রপাত। প্রথমে নিজেদের বিচ্ছেদের কথা এড়িয়ে গেলেও পরে নিজে মুখেই সংসার ভাঙার কথা স্বীকার করেন অভিনেত্রী। বিচ্ছেদের খবর সিলমোহর দিয়ে দিল্লি টাইমস্‌কে এশা ও ভরত বলেন, ‘‘আমার যৌথসম্মতিতে শান্তিপূর্ণ ভাবে আলাদা হয়েছি। আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান। এই সময় আমাদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় থাকবে এটাই আশা করব।’’

Esha Deol Single Mum Celeb Divorce bharat takhtani parenthood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy