Advertisement
২৩ জুলাই ২০২৪
Tiger 3 Leaks Online

‘জওয়ান’-এর পর এ বার ফাঁস’ ‘টাইগার ৩’-এর দৃশ্যও? সলমনের দৌড় দেখে জোরালো জল্পনা

গত ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল ‘জওয়ান’-এর একাধিক দৃশ্য। সেই একই পরিণতি হল কি ‘টাইগার ৩’ ছবিরও?

Shah Rukh Khan and Salman Khan.

(বাঁ দিকে) ‘জওয়ান’-এ শাহরুখ খান। ‘টাইগার’ ফ্রাঞ্চাইজ়ির ছবিতে সলমন খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৫
Share: Save:

বছরের শুরুতে ‘পাঠান’-এর মাধ্যমে বক্স অফিস ব্যবসায় সাফল্যের মুখ দেখেছে যশরাজ ফিল্মসের। শাহরুখ খানের ছবির সাফল্যে ‘স্পাই ইউনিভার্স’ তথা 'গুপ্তচর ব্রহ্মাণ্ড'কে আরও প্রসারিত করার উৎসাহ পেয়েছে ওয়াইআরএফ। ‘পাঠান’-এর পর যশরাজের ঝুলিতে রয়েছে ‘টাইগার’ ফ্রাঞ্চাইজ়ির পরের ছবি। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা সলমন খানের ‘টাইগার ৩’-এর। ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নেওয়া ফ্র্যাঞ্চাইজ়ি ‘টাইগার’। এর আগের দুই ছবি ভালই ব্যবসা করেছে বক্স অফিসে। তার উপরে ‘পাঠান’-এর পরে ‘টাইগার ৩’ ছবিতেও নাকি ফের ঝলক দেখা যাবে শাহরুখ-সলমন জুটির। স্বাভাবিক ভাবেই, ছবি নিয়ে উৎসাহ কম নয় অনুরাগীদের। সেই অত্যুৎসাহের জেরেই সমাজমাধ্যমের পাতায় ‘ফাঁস’ হয়ে গেল ‘টাইগার ৩’ ছবির দৃশ্য। মুক্তির কয়েক মাস আগেই অস্বস্তিতে পড়লেন ছবির নির্মাতারা।

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, জেল ভেঙে দৌড় দিয়েছেন সলমন। আগেই জানা গিয়েছিল, ‘টাইগার ৩’ ছবিতে নাকি থাকতে চলেছে জেলব্রেকের একটি দৃশ্য। সেই দৃশ্যেই একসঙ্গে দেখা যাওয়ার কথা শাহরুখ-সলমন তথা পাঠান-টাইগার জুটিকে। সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া ভিডিয়ো কি তবে ‘টাইগার ৩’ ছবিরই দৃশ্য? নেটাগরিকদের একাংশের পর্যবেক্ষণ, ভিডিয়োয় ওয়াইআরএফের যে লোগো রয়েছে, তা সংস্থার পুরনো লোগো। ৫০ বছরের পূর্তিতে যে নতুন লোগো প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা, ‘টাইগার ৩’ ছবিতে সেই লোগোই থাকার কথা। এই যুক্তিতেই অনেকে দাবি করেছেন, সলমনের দৌড়ের ওই দৃশ্য নাকি আদপে ‘টাইগার ৩’ ছবির নয়।

এ দিকে সেপ্টেম্বর গো়ড়ার দিকে মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’ ছবির প্রথম পোস্টার। পোস্টারে সলমন ও ক্যাটরিনা কইফের লুক দেখে ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, ‘জওয়ান’-এর প্রিভিউয়ের আদলে আগামী ২৭ সেপ্টেম্বর নাকি মুক্তি পেতে চলেছে ‘টাইগার কা মেসেজ’। ওই ভিডিয়োর মাধ্যমে অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দেবেন খোদ ভাইজান। ছবির প্রথম ঝলক মুক্তির আগে ওই ভিডিয়োর মাধ্যমেই নাকি ছবির প্রচার শুরু করতে চলেছে ওয়াইআরএফ। এখনও তারিখ ঘোষণা না হলেও চলতি বছরের দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE