Advertisement
১৩ অক্টোবর ২০২৪

‘জজবা’র শুটিং শেষে কেন কাঁদলেন ঐশ্বর্য?

বলিউডের হলটা কী? পরিচালক ইমতিয়াজ আলির ছবি ‘তামাশা’র শেষ দিনের শুটিংয়ে কেঁদে ফেলেছিলেন রণবীর কপূর এবং দীপিকা পাড়ুকোন। এ বার ‘জজবা’র শুটিংয়ের শেষ দিনে কেঁদে ফেললেন ঐশ্বর্য রাই বচ্চনও। বি-টাউনে শুটিং শেষে তারকারা কেঁদে ভাসাচ্ছেন কেন?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৬
Share: Save:

বলিউডের হলটা কী? পরিচালক ইমতিয়াজ আলির ছবি ‘তামাশা’র শেষ দিনের শুটিংয়ে কেঁদে ফেলেছিলেন রণবীর কপূর এবং দীপিকা পাড়ুকোন। এ বার ‘জজবা’র শুটিংয়ের শেষ দিনে কেঁদে ফেললেন ঐশ্বর্য রাই বচ্চনও। বি-টাউনে শুটিং শেষে তারকারা কেঁদে ভাসাচ্ছেন কেন?

রণবীর-দীপিকার না হয় দীর্ঘ প্রেম ছিল। নিন্দুকেরা বলছেন, ‘তামাশা’র সেটে তাঁরা ফের নস্টালজিক হয়ে পড়েছিলেন! শুটিং শেষে ছাড়াছাড়ির কারণেই নাকি কেঁদে ফেলেছিলেন তাঁরা! কিন্তু ঐশ্বর্যর তো তেমন কোনও পিছুটান ছিল না। তাহলে তাঁর কান্নার কী কারণ?

আসলে বহুদিন পর বড়পর্দায় ফিরে ‘ইমোশনাল’ হয়ে পড়েছিলেন বচ্চন-বধূ। ‘জজবা’র সেটের অনেকেই মজা করে বলছেন ‘ইমোশনালি ওভারলোডেড’। শেষ দিনে নাকি এমন কেঁদেছেন ঐশ্বর্য, যে সব মেকআপ ধুয়ে-মুছে সাফ। তা নিয়ে আবার বেজায় সমস্যায় পড়েছিলেন মেকআপ আর্টিস্ট মিকি কনট্রাকটর। কান্নাকাটি মিটলে ফের নতুন করে ঐশ্বর্যকে সাজাতে বসেছিলেন মিকি। সে ছবিও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন বলিউডের এই নামজাদা মেকআপ আর্টিস্ট।

‘জজবা’র শুটিং শেষে মেকআপ আর্টিস্ট মিকির সঙ্গে ঐশ্বর্য। ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE