‘স্বয়ম্বর— মিকা দি বোটি’র গায়ক মিকা সিংহ এই শোয়ের মাধ্যমেই খুঁজেছিলেন নিজের জীবনসঙ্গিনীকে। এই শোয়ে বাকি প্রতিযোগীদের পিছনে ফেলে মিকার মন জয় করেন গায়কের পুরনো বন্ধু আকাঙ্ক্ষা। অভিনেত্রীর সঙ্গে পঞ্জাবি গায়কের পরিচয় তেরো-চোদ্দ বছরের। পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। এক সময় সম্পর্কও ছিল তাঁদের। সেই আকাঙ্ক্ষার গলায় স্বয়ম্বরের মঞ্চে মালা দেন মিকা। তবে শো শেষ হওয়ার পর থেকেই যেন গা-ছাড়া ভাব তাঁদের। কথা ছিল ছ’মাসের মধ্যে বিয়ে করবেন তাঁরা। কিন্তু সেই বিয়ে আর হয়নি। তার পর আকাঙ্ক্ষার সঙ্গে একাধিক পুরুষের নাম জড়ায়। তবে কোনও সম্পর্কই পরিণতি পায়নি। প্রেমিকের মধ্যে পুরুষসিংহ খোঁজেন তিনি। কিন্তু কপালে জুটেছে বরাবরই ইঁদুরের মতো ভীতু পুরুষ। যদিও এ হেন আবার আকাঙ্ক্ষার মা হওয়ার ইচ্ছে! তাই নিজের ডিম্বাণু সংরক্ষণ করছেন বহু আগে থেকে। কিন্তু এত দিন লুকিয়ে রেখেছেন কেন খবরটা?
আরও পড়ুন:
আকাঙ্ক্ষা জানান, সম্পর্ক ভাঙার পর তিনি তাঁর মাকে জানিয়েছিলেন, এ বার জীবনে একটা নিরাপত্তার প্রয়োজন। কারও উপর নির্ভরশীল হতে চাননি। আবার সারা জীবন যে একা থাকতে চান তেমনও নয়। একটা সন্তানের প্রয়োজন জীবনে— সেই অনুভূতি থেকেই এই সিদ্ধান্ত। বিয়ে কিংবা সম্পর্ক না টিঁকলেও সন্তানটা যাতে তাঁর সঙ্গে থাকে, তা হলে সেই সন্তানই তাঁর ভবিষ্যৎ হতে পারে। আকাঙ্ক্ষা জানান, বছর চারেক আগে থেকেই নিজের ডিম্বাণু সংরক্ষণ করছেন। কারণ অভিনেত্রীর ধারণা, বেশি দেরি হলে হয়তো সন্তান নেওয়ার সুযোগ হাতছাড়া হতে পারে। যদিও এত দিন বলেননি। কারণ এ নিয়ে যদি লোকে সমালোচনা করে সেই ভয়ে। তবে আকাঙ্ক্ষা খুব খুশি নিজের এই সিদ্ধান্তে নিজের পরিবারকে পাশে পেয়ে।