মুম্বইয়ের জুহু সমুদ্রসৈকতে বায়ো-টয়লেট তৈরি করার জন্য অক্ষয়কুমার ও টুইঙ্কল খন্না দশ লক্ষ টাকা খরচ করলেন। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) তরফ থেকে খবরটা নিশ্চিত করা হয়েছে। ‘টয়লেট এক প্রেমকথা’ ছবির প্রচারের সময়ই অক্ষয় বুঝতে পারেন যে, আমাদের দেশে যথাযথ স্বাস্থ্যব্যবস্থার কতটা অভাব! তখনই ভেবেছিলেন, এ বিষয়ে সুযোগ পেলে কিছু করবেন। এ বার ভাবনাটা বাস্তবে পরিণত করলেন।
জুহুর সমুদ্রসৈকতের জৈব-শৌচাগারে মোট ছ’টি টয়লেট রয়েছে, তিনটি পুরুষদের ও তিনটে মহিলাদের জন্য। শৌচাগারগুলিতে বায়ো-ডাইজেস্ট রয়েছে, যাতে তা সব সময় পরিষ্কার থাকে। মহিলাদের ব্যবহারের জন্য নিরাপদও এই শৌচাগার। সমুদ্রসৈকতের লাগোয়া বস্তির বাসিন্দা ও ছোট ব্যবসায়ীদের জন্য এই শৌচাগারটি খুব কাজে লাগবে বলে মনে করছেন তারকাদম্পতি। তবে বিএমসি জানিয়েছে যে, জুহু ও ভারসোভা বিচ পরিষ্কার রাখতে এ রকম আরও তিন-চারটি শৌচাগারের দরকার।
তারকাদম্পতির মতে, প্রথমত প্রত্যেক মানুষেরই ভাল শৌচাগার ব্যবহার করার অধিকার রয়েছে। তা ছাড়া সমুদ্রসৈকত পরিষ্কার রাখতেও এই পদক্ষেপ জরুরি ছিল। এ বার দেখা যাক, অক্ষয়-টুইঙ্কলের এই শুভ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আরও কেউ এগিয়ে আসেন কি না!