নারীবাদী ছবি দিয়েই বলিউডে দাগ কেটেছিলেন তিনি। ‘পিঙ্ক’-এ ধর্ষিতা নারীর চরিত্রে তাঁর দুরন্ত অভিনয়ে নিজের জাত চিনিয়েছিলেন তাপসী পান্নু। খুব শীঘ্রই মুক্তি পাবে তপসীর পরবর্তী ছবি ‘নাম শাবানা’। শোনা যাচ্ছে শিবম নায়ারের পরিচালনায় সেই ছবিতেও একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন তাপসী। এই ছবিতে তাঁকে হয়তো অ্যাকশন দৃশ্যেও দেখতে পাবেন দর্শক।
সেই ছবি মুক্তির আগে এ বার তাই দর্শকদেরও অ্যাকশনের পাঠ দিলেন নায়িকা। এ বার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বিশেষত মেয়েদের জন্য আত্মরক্ষার পাঠ দিলেন তাপসী পান্নু। সঙ্গী হলেন অক্ষয় কুমারও।
আরও পড়ুন- ‘বোল্ড’ মানেই কিন্তু ‘স্ট্রং’ নয়, বললেন রাধিকা
কেন মেয়েরা সব সময় বিপদ দেখলে পিছু হটে যায়? কেন ভাবে যে সে দুর্বল, সে অপারগ? প্রশ্ন তুললেন নায়িকা। তাপসীর মতে, কেউ আক্রমণ করলে সবার আগে মনে রাখা উচিত মেয়েদের কাছেও ভগবান প্রদত্ত ক্ষমতা আছে। তাই নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজেকেই নিতে হবে। শুধু মুখেই বলা নয়, রাস্তাঘাটে বিপদে পড়লে কী ভাবে মেয়েরা আত্মরক্ষা করবেন তাও দেখিয়েছেন তাপসী।
সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিওটি শেয়ারও করছেন খোদ অক্ষয় কুমার।
দেখুন সেই ভিডিও:
' & ! & !
Don't just freeze...ACT & REACT coz ur biggest weapon is with YOU! Watch, learn & show your move with #KohniMaar! Kya pata kab kaam aa jaye pic.twitter.com/ugDEtRvouz
— Akshay Kumar (@akshaykumar) March 6, 2017