Advertisement
E-Paper

অক্ষয়কে পাঞ্চিং ব্যাগ করে ফেললেন টুইঙ্কল!

এই রিলেশনশিপে টুইঙ্কলই ‘বস’। এ কথা প্রকাশ্যে বারবার স্বীকার করেছেন অক্ষয়। এ বার বিবাহবার্ষিকীর পার্টিতেও মিলল তার প্রমাণ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ১৯:৪৯
দম্পতি।

দম্পতি।

১৭ জানুয়ারি, ২০০১। বিয়ে করেছিলেন অক্ষয় কুমার, টুইঙ্কল খন্না। তাঁদের একসঙ্গে থাকার আজ ১৮ বছর। সেলিব্রেশনের মুডে রয়েছেন দম্পতি। মুম্বইয়ের একটি হোটেলে পার্টি দিয়েছিলেন তাঁরা। সেখানেই ঘটল এক অদ্ভুত ঘটনা।

এই রিলেশনশিপে টুইঙ্কলই ‘বস’। এ কথা প্রকাশ্যে বারবার স্বীকার করেছেন অক্ষয়। এ বার বিবাহবার্ষিকীর পার্টিতেও মিলল তার প্রমাণ।

অক্ষয়ের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে টুইঙ্কল তাঁকে বক্সিংয়ের পাঞ্চ দিচ্ছেন। নায়ক মজা করে লিখেছেন, তিনি টুইঙ্কলকে মার্শাল আর্ট শিখিয়েছেন। কিন্তু টুইঙ্কল তাঁকেই পাঞ্চিং ব্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন!

আরও পড়ুন, প্রেম বা বিয়ে করার জন্য কলকাতায় ছেলে পাওয়া মুশকিল: পায়েল

তবে টুইঙ্কল-অক্ষয় যে বেস্ট ফ্রেন্ড এ কথা একবাক্যে মেনে নেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। দীর্ঘদিন হলঅভিনয়ের ময়দান ছেড়ে দিয়েছেন টুইঙ্কল। বরং লেখিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। অন্যদিকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে ক্ষয় এখন অনেক পরিণত। সোশ্যাল মিডিয়ায় দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

When you’re a martial arts enthusiast teaching her the moves but She decides to use you as a punching bag instead 😬😂 That’s how 18 years have been...Improvised and full of surprises ❤️ #TheYinToMyYang

A post shared by Akshay Kumar (@akshaykumar) on

(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)

Akshay Kumar Twinkle Khanna অক্ষয় কুমার টুইঙ্কল খন্না Bollywood Celebrities Instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy