Advertisement
০৫ মে ২০২৪
Akshay Kumar

বিক্ষোভের মুখে অক্ষয়

পৌরাণিক বা ইতিহাস-নির্ভর ছবি নিয়ে কোনও রাজনৈতিক দলের এ জাতীয় আচরণ নতুন নয়।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ০৭:৪১
Share: Save:

কিছু দিন আগেই রাজনৈতিক দল করণী সেনা অক্ষয়কুমারের ‘পৃথ্বীরাজ’ ছবির নাম বদলের দাবি তুলেছিল। একই দাবি এ বার তুলল অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা। করণী সেনার বক্তব্য ছিল, মরাঠা সম্রাট পৃথ্বীরাজ চৌহানের পুরো নাম ব্যবহার করা হোক ছবির ক্ষেত্রে। নয়তো ছবির সেটে হামলা করবে, এমন হুমকিও দেওয়া হয়। শুক্রবার চণ্ডীগড়ে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা আর এক ধাপ এগিয়ে অক্ষয়ের কুশপুত্তলিকা দাহ করে। তাদের দাবি, ছবির নাম রাখা হোক ‘হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহান’। সেই দাবি আদায়ের জন্য ওই দল এ দিন রাস্তায় বিক্ষোভ দেখায়। অক্ষয়ের পাশাপাশি ছবির প্রযোজক আদিত্য চোপড়ার কুশপুতুলও পোড়ানো হয়।

পৌরাণিক বা ইতিহাস-নির্ভর ছবি নিয়ে কোনও রাজনৈতিক দলের এ জাতীয় আচরণ নতুন নয়। এর আগে করণী সেনা ‘পদ্মাবত’-এর সময়ে ছবির সেটে গিয়ে ভাঙচুর করেছিল। ছবির পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীকে শারীরিক নিগ্রহও করা হয়। ‘জোধা আকবর’ ছবির সময়েও রাজনৈতিক দলগুলি বিক্ষোভ দেখিয়েছিল। তবে রাজনৈতিক দলগুলির এ ধরনের আচরণের বিরুদ্ধে এ পর্যন্ত বলিউড থেকে জোরালো প্রতিবাদ উঠে আসেনি। ‘পৃথ্বীরাজ’-এর শুটিং এখনও বাকি। নির্মাতারা রাজনৈতিক চাপে নাম বদল করেন কি না, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bollywood Akshay Kumar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE