Advertisement
E-Paper

অক্ষয়ের ছেলে লন্ডনে থাকেন, গোটা প্রযোজনা সংস্থা দিতে চেয়েছিলেন বাবা অক্ষয়, কেন সেই প্রস্তাব ফেরান আরভ

বাবা অক্ষয় কুমারের ইচ্ছা, ছেলে তাঁর মতো অভিনেতা হোক। কিন্তু সেদিকে মন নেই আরভের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৪
Akshay Kumar Says He Wants His Son To Be An Actor, But Aarav Wants To Do another thing

(বাঁ দিকে) আরভ ভাটিয়া, (ডান দিকে) অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত।

অক্ষয় কুমারের ছেলে আরভ সদ্য ২৩-এ পা দিয়েছেন। অনেকেই বলেন, তাঁকে দেখতে নাকি দাদু রাজেশ খন্নার মতো। বাবা-মা দু’জনেই তারকা। তবু অভিনয় নিয়ে কেরিয়ার গড়তে চান না। যদিও বাবা অক্ষয় কুমারের ইচ্ছা, ছেলে তাঁর মতো অভিনেতা হোক। নিজের প্রযোজনা সংস্থার দায়িত্বও তুলে দিতে চেয়েছিলেন ছেলে আরভের হাতে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন আরভ।

আরভের স্বভাব খুবই সাদাসিধা। অক্ষয় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, আরভ নিজের কাজ নিজে করতেই ভালবাসেন। নিজে রান্না করেন, নিজের জামাকাপড় নিজেই কাচেন। ফ্যাশন নিয়ে পড়াশোনা করলেও দামি পোশাকের প্রতি বিশেষ আগ্রহ নেই আরভের। অক্ষয় জানিয়েছিলেন, আরভ নাকি পুরনো জিনিসপত্র ফেলে দিতে পছন্দ করেন না। তাই পুরনো জিনিসপত্র বিক্রির দোকানে গিয়ে পুরনো জামাকাপড় কেনেন তিনি। সেই পুরনো পোশাক কিনে পরতেও নাকি স্বচ্ছন্দ বোধ করেন আরভ। খুব অল্প বয়সে দেশ ছেড়ে প্রথমে সিঙ্গাপুরে পড়াশোনা করেন। বর্তমানে লন্ডনে রয়েছে সে।

অক্ষয়ের কথায়, ‘‘আমার বলেছিলাম অভিনেতা হও। সে সোজা জানিয়ে দেয়, অভিনেতা হতে চায় না। এই মুহূর্তে ফ্যাশন নিয়ে কাজ করছে, সেটাই আগামী দিনে করতে চায়। তবে ছেলে আমার খুব ভাল। কোনও বদ অভ্যাস নেই ওর। বাজে সঙ্গও নেই।’’

তবে বাবার মতো শরীরচর্চার প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ আরভেরও। মাত্র চার বছর বয়স থেকে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে শুরু করেন তারকা-পুত্র। দু’ধরনের বিশেষ ক্যারাটের প্রশিক্ষণ নেওয়ার পর ‘ব্ল্যাক বেল্ট’ পেয়েছেন আরভ। জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন তিনি।

Akshay Kumar akshay kumar son Aarav Kumar Twinkle Khanna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy