Advertisement
E-Paper

এই হেয়ারস্টাইলে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক আলিয়া!

আসলে, সব রহস্য লুকিয়ে আলিয়ার চুলের স্টাইলে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে রীতিমতো মস্করা শুরু করেছেন নেটিজেনরা। মস্করার সারাংশ, আলিয়ার এই নতুন হেয়ারস্টাইল আসলে ‘বাটি ছাঁট’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭ ১৮:৩৪
কভারগার্ল আলিয়া। ছবি: এলি ইন্ডিয়া ম্যাগাজিনের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

কভারগার্ল আলিয়া। ছবি: এলি ইন্ডিয়া ম্যাগাজিনের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

বব কাট, বয় কাট, স্টেপ, ফেদার, কার্ল— এই সব ধরনের চুলের ছাঁটের মধ্যে সবচেয়ে পরিচিত স্টাইল কোনটি? হ্যাঁ, ছোটবেলায় আমি-আপনি, প্রায় সকলেরই এই চুলের ছাঁট কোনও না কোনও সময় ছিল। মনে পড়ছে?

ঠিক ধরেছেন। বাটি ছাঁট। মাথার উপর বাটি চাপিয়ে চুল ছেঁটে দিলে যেমন দেখতে লাগবে, এই স্টাইল ঠিক সেই রকম।

সম্প্রতি বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট ‘এলি ইন্ডিয়া’ ম্যাগাজিনের জন্য একটি ফোটোশুট করিয়েছেন। ম্যাগাজিনের কভার ইমেজে একটি কালো ড্রেস পরে রয়েছেন আলিয়া। কলার বোন বেরিয়ে থাকা আলিয়ার এই কভার ইমেজ যথেষ্টই নজর কেড়েছে নেটিজেনদের। কিন্তু নজর কেড়ে হয়েছে ব্যুমেরাং!

@aliaabhatt, the brightest spark in Bollywood, lights up the digital cover of our 21st anniversary issue! 📸: Tarun Vishwa 👗: @rahulvijay1988 💇🏽‍♀️: @georgiougabriel/ @animacreatives 💅🏽: @puneetbsaini 👩🏽‍🎨 : @resh_2 👩🏽‍🔧: @divyagursahani & @vedikachotirmall

A post shared by ELLE India (@elleindiaofficial) on

আসলে, সব রহস্য লুকিয়ে আলিয়ার চুলের স্টাইলে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে রীতিমতো মস্করা শুরু করেছেন নেটিজেনরা। মস্করার সারাংশ, আলিয়ার এই নতুন হেয়ারস্টাইল আসলে ‘বাটি ছাঁট’।

আরও পড়ুন, চুপিসারে রোম্যান্টিক ডেস্টিনেশন ওয়েডিং সেরেছেন যে বলি সেলেবরা

আরও পড়ুন, সলমন নন, খান পরিবারের অন্য এক সদস্যের সঙ্গে ডেট করছেন ক্যাটরিনা!

টুইটারে আলিয়ার এই ছবি পোস্ট করে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘স্কুলে পড়ার সময় এমন বাটি ছাঁট দিত সবাই…’।

কেউ আবার, ‘সঞ্জু, তোমার পেন্সিল কোথায়?’ বলে হাসির খোরাক করেছেন আলিয়াকে। অন্য এক জন আবার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘পেয়েছি ওঁর পুরুষকে…’।

যদিও আলিয়া এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

Alia Bhatt Film Actress Bollywood Celebrities Twitter আলিয়া ভট্ট
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy