‘কবে বিয়ে হচ্ছে?’ আপাতত এই প্রশ্নে জেরবার আলিয়া ভট্ট। যেখানেই যাচ্ছেন, মহেশকন্যাকে মুখোমুখি হতে হচ্ছে এই প্রশ্নের। সোশ্যাল নেটওয়ার্কে তাঁর আর রণবীর কপূরের বিয়ের ‘নকল আমন্ত্রণপত্র’ ছড়িয়ে পড়তেই এই প্রশ্ন থেকে নিস্তার পাচ্ছেন না ‘রাজি’-র নায়িকা।
আলিয়া একই অভিজ্ঞতার মুখোমুখি হলেন শুক্রবার সকালে, মুম্বই বিমানবন্দরে। রণবীরের সঙ্গে লন্ডনে ছুটি কাটিয়ে এ দিন আলিয়া দেশে ফেরেন। বিমানবন্দরে সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করেন বিয়ের দিনক্ষণ নিয়ে। প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও আলিয়া পরে বলেন, ‘উড়ো খবর। এ রকম উড়ো খবর বাতাসে ভাসতেই থাকবে।’ দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে রণবীর-আলিয়ার বিয়ের ‘নকল আমন্ত্রণপত্র’। ফলে লন্ডনে যাওয়ার সময়েও আলিয়াকে বিয়ে সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। তখন মুচকি হেসে আলিয়া উত্তর দেন, ‘বলব কেন!’
সোনম কপূর-আনন্দ আহুজার বিয়েতে আমন্ত্রিত হিসেবে একসঙ্গে যোগ দেন রণবীর-আলিয়া। এর আগে গুঞ্জন শোনা গেলেও এটাই ছিল তাঁদের প্রথম প্রকাশ্য আবির্ভাব।