Advertisement
২০ এপ্রিল ২০২৪

মহেশের ছবিতে আলিয়ার প্লেব্যাক

প্রথম বার জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে গান গাইলেন আলিয়া ভট্টভট্ট ক্যাম্পের সঙ্গে সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের জুটি সফল। তাঁদের প্রযোজনায় ‘সিটিলাইটস’, ‘হমারি অধুরি কহানি’, ‘খামোশিয়া’র মতো ছবিতে হিট গান দিয়েছেন জিৎ।

জিৎ ও মহেশের সঙ্গে আলিয়া

জিৎ ও মহেশের সঙ্গে আলিয়া

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০০:০১
Share: Save:

প্লেব্যাক তিনি আগেও করেছেন। তবে এ বার বিষয়টি স্পেশ্যাল। বাবা মহেশ ভট্টের পরিচালনায় ‘সড়ক টু’-এর জন্য প্লেব্যাক করলেন আলিয়া ভট্ট। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে, রশমি-বিরাগের কথায়‌ আলিয়ার কণ্ঠে গাওয়া ‘শুকরিয়া’র দৃশ্যায়নে থাকবেন সঞ্জয় দত্ত, আদিত্য রায় কপূর ও অভিনেত্রী নিজে। গানটির পুরুষ ভার্সনে কণ্ঠ দিয়েছেন কে কে ও জ়ুবিন নটিয়াল।

ভট্ট ক্যাম্পের সঙ্গে সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের জুটি সফল। তাঁদের প্রযোজনায় ‘সিটিলাইটস’, ‘হমারি অধুরি কহানি’, ‘খামোশিয়া’র মতো ছবিতে হিট গান দিয়েছেন জিৎ। ‘শুকরিয়া’ গানটির সঙ্গে জড়িয়ে তাঁর বিশেষ অনুভূতি। ‘‘আমার বাবা তখন খুব অসুস্থ। মহেশ সাব বুঝতে পেরেছিলেন আমার মনের অবস্থা। বলেছিলেন, বাবার পাশে বসে যে সুরটা আমার মাথায় আসবে, সেটাই যেন ওঁকে শোনাই।’’

বাবার পাশে বসে জিৎ প্রথমে একটি সুর বাজাচ্ছিলেন। ‘‘বাবা মাথা নেড়ে জানান, ঠিক হচ্ছে না। অনেক রাতেও সুরটা নিয়ে নাড়াচাড়া করছিলাম। হঠাৎ শুনি, দরজায় কেউ কড়া নাড়ছেন। খুলে দেখি, বাবা দাঁড়িয়ে। হাতের ইশারায় বললেন, এ বারের সুরটা ঠিক লাগছে। মহেশ সাবও প্রথম বার স্ক্র্যাচ শুনে কেঁদে ফেলেছিলেন,’’ স্মৃতিকাতর জিৎ। ২০১৮’র এপ্রিলে মারা যান জিতের বাবা। তাঁর উদ্দেশে গানটি উৎসর্গ করেছেন সুরকার।

মহেশ ও পূজার (ভট্ট) ইচ্ছে ছিল, আলিয়া তাঁর কণ্ঠে গানটি রেকর্ড করুন। প্রথম বার আলিয়ার বাড়িতেই সকলে মিলে রিহার্সালে বসেন। আলিয়া চেয়েছিলেন, ফাইনাল ডাবিংয়ের আগে আরও কয়েক বার রেওয়াজ করতে। কয়েক সপ্তাহ আগে মুম্বইয়ে ফাইনাল রেকর্ডিং‌ হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Alia Bhatt Mahesh Bhatt Jeet Ganguly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE