বহু দিন ধরে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় স্বপ্নের বাড়ির অপেক্ষায় ছিলেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। অবশেষে সেই বাড়ি প্রস্তুত হয়েছে। জানা যাচ্ছে, এর চেয়ে বেশি দামের বাড়ি ভারতের আর কোনও তারকার নেই। ছ’তলা এই বাড়ি শাহরুখ খানের ‘মন্নত’কেও ছাপিয়ে গিয়েছে। সবুজ ঘেরা প্রাসাদোপম সমুদ্রমুখী এই বাড়ির ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। নেটপাড়ায় এই মুহূর্তে ভাইরাল আলিয়া-রণবীরের অন্দরমহল। তাতেই বিরক্ত আলিয়া। সাবধান করে সমাজমাধ্যমে কড়া বার্তা দিলেন অভিনেত্রী।
আরও পড়ুন:
সূত্রের খবর, আলিয়া-রণবীরের নতুন বাড়ির দাম প্রায় ২৫০ কোটি টাকা। মুম্বইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় এই বাড়িটি আদতে রাজ কপূর ও কৃষ্ণা রাজ কপূরের বাড়ি। আশির দশকে এটি ঋষি কপূর ও নীতু কপূরকে লিখে দিয়েছিলেন তাঁরা। সেই বাড়িই উত্তরাধিকার সূত্রে এখন রণবীর ও আলিয়ার হাতে।
পুরনো এই বাড়ির কিছুটা সংস্কার করা হয়েছে। তা ছাড়া অনেকটা পুনর্নিমাণ করা হয়েছে। বেশ কয়েক বছর ধরে সেই কাজ চলেছে। আলিয়া ও রণবীর প্রায়ই সেখানে গিয়ে, দাঁড়িয়ে থেকে কাজ দেখেছেন। কাজ শেষ হতে, আগামী দীপাবলিতে মেয়ে রাহাকে নিয়ে গৃহপ্রবেশ করার কথা তারকাদম্পতির। কিন্তু, তার আগেই যে ভাবে তাঁদের বাড়ির ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, তাতে বিরক্ত আলিয়া। অভিনেত্রী পোস্ট করে লেখেন, ‘‘মানছি মুম্বইয়ে জায়গার অভাব। মাঝেমধ্যে নিজের জানলায় দাঁড়িয়ে প্রতিবেশীর অন্দরমহল দেখা যায়। তার মানে এই না যে, আপনি কারও বাড়ির ভিতরে ক্যামেরা লাগিয়ে ভিডিয়ো বের করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেবেন। আমাদের বাড়িতে এখনও কাজ চলছে। সেটার ভিডিয়ো আপনারা আমাদের অনুমতি ছাড়া ছড়িয়ে দিচ্ছেন কোন সাহসে? এতে আমাদের গোপনীয়তা ও নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে। আপনার কাছে যেটা কনটেন্ট, আমার কাছে সেটা অপরাধ। এটাকে এত সহজ করে দেখবেন না। যাঁরা যাঁরা আমাদের বাড়ির ভিডিয়ো ছড়িয়েছেন, তাঁদের বিনীত অনুরোধ করছি, ওগুলো মুছে দিন।’’