Advertisement
E-Paper

ট্রেলারেই হিট ‘অল ইজ ওয়েল’

‘অল ইজ ওয়েল’ ছবিটি মুক্তি পেতে এখনও অনেক দেরি। তার আগে ছবির ট্রেলারই সুপারহিট। রিলিজের মাত্র তিন দিনের মধ্যে ‘ওহ মাই গড’-খ্যাত পরিচালক উমেশ শুক্লর ছবি ‘অল ইজ ওয়েল’-এর ট্রেলারের দর্শক সংখ্যা ২ মিলিয়ন ছাড়িয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০০:০০

‘অল ইজ ওয়েল’ ছবিটি মুক্তি পেতে এখনও অনেক দেরি। তার আগে ছবির ট্রেলারই সুপারহিট। রিলিজের মাত্র তিন দিনের মধ্যে ‘ওহ মাই গড’-খ্যাত পরিচালক উমেশ শুক্লর ছবি ‘অল ইজ ওয়েল’-এর ট্রেলারের দর্শক সংখ্যা ২ মিলিয়ন ছাড়িয়েছে। এ হেন খবরে আপ্লুত হয়ে পড়েছেন ছবির নায়ক অভিষেক বচ্চন। ২০১৪-এ ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পর অভিষেকের এটাই প্রথম স্ক্রিন-প্রেজেন্স। সম্প্রতি টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ট্রেলারে দেখা গিয়েছে, দীর্ঘ সফরে অভিষেকের সঙ্গী হয়েছেন ঋষি কপূর এবং আসিন। ২০১২-এ ‘খিলাড়ি ৭৮৬’-এর পর আসিন অনুপস্থিত ছিলেন ব়ড়পর্দায়। এই ছবিকে তাঁর ‘কাম-ব্যাক’-এর প্ল্যাটফর্মও বলা যায়। ২১ অগস্ট মুক্তি পাবে ছবিটি।

All is Well Abhishek Bachchan Oh My God Umesh Shukla Rishi Kapoor Supriya Pathak
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy