কিছু দিন আগেই ভিড়ের মধ্যে হেনস্থার শিকার হয়েছিলেন নিধি আগরওয়াল ও সমান্থা রুথ প্রভু। নিধির পোশাক ধরে টানাটানিও করা হয়েছিল। এ বার ভক্তদের ভিড়ে হেনস্থার শিকার অল্লু অর্জুন ও তাঁর স্ত্রী স্নেহা রেড্ডী। কোনওমতে স্ত্রীকে ভিড় থেকে সরিয়ে বার করে আনেন দক্ষিণী তারকা।
হায়দরাবাদের এক জনপ্রিয় ক্যাফেতে গিয়েছিলেন অল্লু ও স্নেহা। তাঁদের দেখে অত্যুৎসাহী হয়ে বেসামাল হয়ে পড়েন ভক্তেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অল্লু নিজে তাঁদের সরে যেতে অনুরোধ করতে বাধ্য হন। হায়দরাবাদের কোকাপট এলাকায় এ দিন ‘অল্লু সিনেমাস’ নামে একটি প্রেক্ষাগৃহ খোলার ইঙ্গিত দিয়েছিলেন অভিনেতা। প্রথম দিকে ক্যাফেতে তাঁদের চিনতে পারেননি অনুরাগীরা। তার পরে যে মুহূর্তে তাঁরা বুঝতে পারেন, ক্যাফেতে তাঁদের প্রিয় তারকা ও তাঁর স্ত্রী হাজির, সেই মুহূর্তে উৎসাহে উত্তেজিত হয়ে ওঠেন। এমনকি, নিরাপত্তারক্ষীরা উপস্থিত থাকা সত্ত্বেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল।
আরও পড়ুন:
অল্লু ও স্নেহাকে দেখে ছুটে যান ভক্তেরা। ভিড়ের মাঝে তাঁদের সঙ্গে নিজস্বী তোলার জন্য উঠেপড়ে লাগে ভক্তের দল। এমন অবস্থা হয়, কোনও ভাবে এদিক-ওদিক নড়তে পর্যন্ত পারছিলেন না তাঁরা। ভিড়ের মাঝে অস্বস্তিতে পড়তে হয় স্নেহাকে। অবশেষে স্ত্রীর হাত ধরে ভিড় থেকে বেরোনোর চেষ্টা করতে থাকেন অল্লু। অনুরাগীদের সরে যাওয়ার অনুরোধও করেন তিনি। তার পরে স্ত্রীকে সেখান থেকে বার করে এনে গাড়িতে ওঠেন।
স্নেহা গাড়িতে নিরাপদে উঠে যাওয়ার পরে, ভক্তদের দিকে হাত তুলে শুভেচ্ছা জানান অল্লু। এই ঘটনা দেখে ফের তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
এই প্রথম নয়। এর আগেও অতিরিক্ত ভিড়ের জন্য ভোগান্তি হয়েছে অল্লুর। হায়দরাবাদে ‘পুষ্পা ২’র বিশেষ প্রদর্শনে তাঁকে দেখার জন্য উপচে পড়েছিল ভিড়। এক মহিলার মৃত্যু পর্যন্ত হয়েছিল পদপিষ্ট হয়ে। সেই ঘটনার জন্য অল্লুর বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছিল।