গণেশচতুর্থী উদ্যাপনে যোগ দিয়ে বিপাকে অভিনেতা আলি গোনি। সেখানে সকলের সঙ্গে গণেশের নামে ‘জয়ধ্বনি’ দেননি তিনি। তার পরেই কটাক্ষের শিকার আলি। যদিও আলি জানান, তাঁর ধর্মে পুজোপাঠের অনুমতি নেই। কিন্তু, বিতর্ক থামার নাম নেই। এই আবহে প্রেমিক আলি গোনির সঙ্গে খুনের হুমকি পাচ্ছেন অভিনেত্রী জ্যাস্মীন ভসীনও। পাল্টা সুর চড়ালেন আলি।
আরও পড়ুন:
ধর্ম নিয়ে আলির মন্তব্যের পর, অনেকেই টেনে এনেছেন তাঁর প্রেমিকা অভিনেত্রী জ্যাস্মীন ভসীনকে। কেউ তাঁর বোরখা পরা নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ আবার বলেছেন, “আলি মোটেই ভাল মানুষ নয়। জ্যাস্মীন কেন যে ওর পিছন পিছন ঘোরে!’’ প্রেমিকাকে নিয়ে এত কথা ওঠায় এ বার আর চুপ থাকলেন না আলি। গর্জে উঠলেন। তিনি বলেন, ‘‘আমাকে লোকে খুনের হুমকি দিচ্ছে। আমি সাধারণ একটা কথা বলেছি। আমি মুসলমান বলে আমাকে নিশানা করা হচ্ছে। যে হিন্দু, বাড়িতে গণপতির পুজো করেন না, তাঁদের তো কিছু বলা হয় না!’’ তবে এখানেই থেমে যাননি আলি। তিনি পাল্টা হুমকি দিলেন, ‘‘আমার মা, বোন ও জ্যাস্মীনকে নিয়ে কেউ কটূ কথা বললে গর্দান কেটে হাতে দিয়ে দেব। এসব সহ্য করব না।’’