বিতর্কে জড়ালেন ছোট পর্দার অভিনেতা আলি গনি। গণেশচতুর্থীতে তাঁর অভিব্যক্তি নিয়ে আপত্তি তুলেছেন নেটাগরিকেরা। অনুষ্ঠানে সকলে ‘গণপতি বাপ্পা মোরয়া’ রব তুললেও, এই দিন চুপ করেছিলেন আলি, যা নজর এড়ায়নি নেটাগরিকের। তার পর থেকেই কটাক্ষের শিকার তিনি।
মুম্বইয়ে এক বন্ধুর বাড়ির গণেশপুজোয় প্রেমিকা তথা অভিনেত্রী জ্যাস্মীন ভসীনের সঙ্গে উপস্থিত ছিলেন আলি গনি। সেখানে দেখ যাচ্ছে, সকলে গণেশের নাম জপ করলেও আলি চুপ করে রয়েছেন। এমনকি জ্যাস্মীন তাঁকে ‘গণপতি বাপ্পা মোরয়া’ রব তুলতে বললেও তিনি চুপ করে থাকেন। বদলে ‘চিউইং গাম’-এর মতো কিছু একটা চিবোতে দেখা যায় আলি গনিকে। এই দেখে ক্ষুব্ধ তারকাজুটির অনুরাগীরা।
আরও একটি ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, নিয়া শর্মার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন আলি ও জ্যাস্মীন। সেখানেও সকলে ‘গণপতি বাপ্পা মোরয়া’ রব তুললেও আলি চুপ করে থেকেছেন। এই দেখে নিন্দকদের দাবি, এতই যখন অস্তস্তি, তখন গণেশপুজোয় যাওয়ার দরকার কী ছিল?
একটা সময়ে আলির প্রেমিকা হিসেবে জ্যাস্মীনকে বোরখা পরতে দেখা গিয়েছিল। তাই এক নেটাগরিক লিখেছেন, “হিন্দুদেরই কি ধর্মনিরপেক্ষ হওয়ার দায়িত্ব শুধু? জ্যাস্মীন ওঁর জন্য বোরখা পরতে পারেন, আর তিনি একবারও ‘গণপতি বাপ্পা মোরয়া’ বলতে পারলেন না!” আর এক নেটাগরিকের কটাক্ষ, “আলি মোটেই ভাল মানুষ নয়। জ্যাস্মীন কেন যে ওর পিছন পিছন ঘোরে!”
তবে অনেকে আবার আলির পক্ষেও কথা বলেছেন। “এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পেলাম না। আলি কাউকে অশ্রদ্ধা তো করেননি। ভিন্ধর্মের হওয়ায় তিনি চুপ থাকতেই পারেন। এতে অবাক হওয়ার কিছু নেই।” তবে আলি বা জ্যাস্মীন এখনও এই বিষয়ে মুখ খোলেননি।