সুশান্ত সিংহ রাজপুতের মতোই কি পরিণতি হবে কার্তিক আরিয়ানের? পর পর বেশ কিছু ছবিতে ভিন্ন ধরনের চরিত্রে কাজ করেছেন কার্তিক। বলিউডে বহিরাগত হয়েও তিনি নিজের পাকাপাকি জায়গা তৈরি করেছেন। সেই জন্যই তাঁর অবস্থাও এক দিন প্রয়াত অভিনেতা সুশান্তের মতোই হবে। ইতিমধ্যেই বি-টাউন থেকে তাঁকে নাকি সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, দাবি করলেন অমাল মালিক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অমাল দাবি করেন, কার্তিককে বলিউড থেকে সরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই উঠেপড়ে লেগেছেন বলিউডের প্রভাবশালী অভিনেতা ও প্রযোজকেরা। অমালের এই অভিযোগে সিঁদুরে মেঘ দেখছেন কার্তিকের অনুরাগীরা। বলিউডের অন্ধকার দিক নিয়ে বেশ কিছু বিষয় ফাঁস করেছেন অমাল। তিনি বলেছেন, “এই জগতের আসল রূপ মানুষের কাছে এখন অনেকটাই পরিষ্কার। এই জগৎ এতই অন্ধকার, এক জন মানুষের জীবনটাই থাকল না। সুশান্ত সিংহ রাজপুত এই অন্ধকার জগৎটাকে সামাল দিয়ে উঠতে পারেননি। কেউ বলে তিনি আত্মঘাতী হয়েছেন, কেউ বলে তাঁকে খুন করা হয়েছে। যেটাই হোক, মানুষটা তো চলে গেলেন!”
সুশান্তের প্রসঙ্গে অমাল আরও বলেন, “এই জগতের জন্যই ওর মন ও আত্মায় প্রভাব পড়েছিল। কিছু লোকজন ওর মনোবল ভেঙে দিয়েছিল নিশ্চয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পরে বলিউডের উপর থেকে সাধারণ মানুষের আবেগ অনেকটাই চলে গিয়েছে।”
আরও পড়ুন:
‘এই ছেলেটাকে ধ্বংস করে দিতে হবে’, সুশান্তের ক্ষেত্রে এমনই ষড়যন্ত্র করেছিলেন বড় প্রযোজকেরা। দাবি অমালের। তিনি বলেন, “সুশান্তের মৃত্যুর পরে এই লোকগুলো (বড় প্রযোজক ও অভিনেতা) সব হারাচ্ছে। ওদের এটাই প্রাপ্য। ভাল মানুষের সঙ্গে খুব খারাপ হল। ওই একই জিনিস কিন্তু পরোক্ষ ভাবে কার্তিক আরিয়ানের সঙ্গে করার চেষ্টা করছে লোকজন। কার্তিকও কিন্তু অনেক সমস্যা পেরিয়ে, নাচ করে, হাসিমুখে লড়াই করে এই জায়গায় এসেছেন।”
কার্তিকের সম্পর্কে অমাল আরও বলেন, “কার্তিকও বাইরে থেকে এসে নিজের জায়গা তৈরি করেছেন। বহু সফল ছবি রয়েছে ওঁর। তাই ওঁকেও তাড়ানোর ষড়যন্ত্র করছে অনেকে। সবই ক্ষমতার লড়াই। বড় বড় প্রযোজক-অভিনেতারাই এই সব করে।”
২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। পুলিশ জানায়, তিনি আত্মঘাতী হয়েছেন। শোনা যায়, মৃত্যুর আগে পর পর কাজ হারিয়েছিলেন তিনি। এমনকি, বিভিন্ন জায়গায় তাঁকে বয়কট করা হয়েছিল। যদিও তার আগে বেশ কয়েকটি সফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে।