Advertisement
E-Paper

পরিবারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েও পোস্ট মুছে দেন অমাল, কারণ জানিয়ে মুখ খুললেন বাবা

পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন সঙ্গীতশিল্পী অমাল মালিক। পরে সেই পোস্ট মুছে দেন তিনি। কেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৭:৫৬
Amaal Mallik Deleted Viral Post Claiming He Cut Ties With Family Father Daboo Malik Reveals

সঙ্গীতশিল্পী অমাল মালিক। ছবি: সংগৃহীত।

মাসকয়েক আগে আলোচনায় উঠে আসেন সঙ্গীতশিল্পী অমাল মালিক। সমাজমাধ্যমে হঠা়ৎই পোস্ট করে তিনি দাবি করেন যে, পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। যদিও পরে সেই পোস্ট তিনি মুছে দেন। কিন্তু কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর বাবা, প্রবীণ সঙ্গীত পরিচালক ডাবু মালিক এই বিষয়ে মুখ খুললেন।

ক্ষোভপ্রকাশের সেই পোস্টের পর ছেলের মুখোমুখি হয়েছিলেন ডাবু। তাঁর কথায়, এই ঘটনা তাঁর কাছে অবিশ্বাস্য বলে ছেলেকে তিনি জানিয়েছিলেন। অমালের মনের অবস্থা তিনি বোঝেননি আগে। ডাবু বলেন, “আমি ওকে পোস্ট মুছতে বলিনি। ওটা মুছে যে দিয়েছে সেটাই জানতাম না আমি। ওর প্রতি আমার আবেগ, ভালবাসা দেখে হয়তো নিজের সিদ্ধান্ত বদল করেছে।”

অমাল ওই পোস্ট করার পর, প্রায় তিন সপ্তাহ ছেলের সঙ্গে ছিলেন ডাবু। তিনি বলেন, “আমি ওকে জড়িয়ে ধরি। ১৫-২০ দিন ওকে একা ছাড়তে পারিনি। ওর অবস্থাটা বুঝতে চেয়েছিলাম।” তাঁর বক্তব্য, সন্তান যখন বড় হয়, তখন তাঁদের স্বাধীনতা দেওয়ার কথা ভাবেন বাবা-মায়েরা। কিন্তু সব সন্তান এক মানসিকতার হয় না। “আমরা ওকে যে নিজের জায়গা দিয়েছিলাম, তাতে ও নিজেকে একা মনে করছিল।”

প্রবীণ সঙ্গীত পরিচালকের বক্তব্য, ওই পোস্ট হঠাৎ একদিনের রাগের জেরে হয়নি। অমালের বহু দিন ধরে জমতে থাকা আবেগের বিস্ফোরণের ফল ওই পোস্ট। “রাতারাতি ঘটেনি। কোনও এক দুর্বল মুহূর্তে নিজের পরিস্থিতিটা দুনিয়াকে জানাতে চেয়েছিল ও। কিন্তু মনের গভীরে পরিবারের প্রতি ওর যে ভালবাসাটা আছে, সেটা অস্বীকার করতে পারেনি”, বলেন ডাবু। তবে এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। ডাবু জানাচ্ছেন, অমাল চান তাঁর সঙ্গে তাঁর পরিবার সবসময় থাকুক।

Amaal Mallik Viral Post Celeb Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy