তাঁর গাওয়া প্রেমের গানে ভেসে যান শ্রোতারা। কিন্তু নিজের প্রেমের ভাগ্য মোটেই ভাল নয় অমাল মালিকের। ধর্মের জন্য ভেঙে গিয়েছিল সেই প্রেম। তার পর বহু দিন ধরে ডুবে ছিলেন অবসাদে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন অমাল। সেই সাক্ষাৎকারের পর পুত্রের পাশে দাঁড়ালেন বাবা ডব্বু মালিক। কয়েক মাস আগে অমাল নিজেই জানিয়েছিলেন, বাবা, মা ও গোটা পরিবারের সঙ্গে তিনি সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। কিন্তু ছেলের অবসাদের কথা জানতে পেরে সাহায্যের হাত বাড়ালেন ডব্বু।
অমালের একটি ছবির মন্তব্য বিভাগে গিয়ে ডব্বু লেখেন, “পুত্র, তুমি সব সময় মনে রাখবে, তোমার বাবা তোমার সঙ্গে আছে। আমি তোমার যন্ত্রণা বুঝতে পারছি। আমি তোমাকে খুব ভালবাসি। তোমার মতো আর কেউ হতে পারে না।” তবে বাবার এই মন্তব্যে কোনও প্রতিক্রিয়া দেননি অমাল।
আরও পড়ুন:
সাক্ষাৎকারে অমাল জানিয়েছেন, শুধুমাত্র মুসলিম বলে এবং বলিউডে কাজ করেন বলে, তাঁর প্রেমিকা দূরে সরে গিয়েছেন। মেনে নেয়নি প্রেমিকার পরিবার। ২০১৪ থেকে ২০১৯— টানা পাঁচ বছরের সম্পর্কে ছিলেন অমাল। সঙ্গীতশিল্পী বলেছেন, “ওঁরা (প্রেমিকার পরিবার) চাননি, বাড়ির মেয়ে বলিউডের কারও সঙ্গে সম্পর্কে জড়ান। ওঁরা জাঠ ছিলেন, আমাকে বলেছিলেন, ‘তুমি মুসলিম পরিবারের।’ কিন্তু আমি অবাক হয়ে গিয়েছিলাম। কারণ ইসলাম ধর্মের কোনও বৈশিষ্ট্যই আমার নেই।”
তবে ধর্মের চেয়েও তাঁর পেশা নিয়ে বেশি আপত্তি ছিল প্রেমিকার পরিবারে। অমালের কথায়, “আমি বুঝতে পারি, এঁরা আমার ধরনের মানুষ হতে পারেন না। উদার মনের মানুষ দরকার আমার। তাই এখন মনে হয়, এমনিতেও হয়তো আমাদের সম্পর্কটা টিকত না।”