নতুন বছরে আনন্দবাজার অনলাইনকে নতুন খবর জানালেন অম্বরীশ ভট্টাচার্য। লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক আসছে। সেখানে তিনিও থাকছেন। শ্যুট শুরু হবে ৮-১০ জানুয়ারির মধ্যে। কাহিনি, চিত্রনাট্যে লীনা। প্রযোজনায় ম্যাজিক মোমেন্টস। পরিচালনায় শৈবাল বন্দ্যোপাধ্যায়। নতুন ধারাবাহিকেও কি ‘পটকা’র মতো কোনও চরিত্রে দেখা যাবে তাঁকে? রহস্য জিইয়ে রেখেছেন অভিনেতা। এক দম নতুন ধরনের চরিত্রে নাকি দর্শকদের সামনে আসতে চলেছেন। এর বেশি বলা নিষেধ! এ দিকে, ১০ জানুয়ারি থেকে ম্যাজিক মোমেন্টস-এর পুরনো জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’ সময় বদলে আসছে দুপুর আড়াইটে। তার জায়গায় দেখা যাবে ‘আলতা-ফড়িং’। টেলিপাড়ায় ফের গুঞ্জন, এই 'খড়কুটো' নাকি শেষের পথে। মা হতে গিয়ে মৃত্যু হবে গুনগুনের! বদলে নাকি জন্ম নেবে সদ্যোজাত গুনগুন।
এই সব সত্যি? অম্বরীশ অবশ্য নস্যাৎ করেছেন এই রটনা। দাবি, নতুন কোনও ধারাবাহিকের ঘোষণা শুনলেই দর্শকদের ভয়, পুরনো কোনও ধারাবাহিকের উপরে বোধহয় কোপ পড়তে চলেছে। ‘শ্রীময়ী’ শেষ হয়েছে। সবাই এ বার শঙ্কিত ‘খড়কুটো’কে নিয়ে। অভিনেতার কথায়, ‘‘আমি যতদূর জানি, ‘খড়কুটো’ এখনও অনেক দিন চলবে। আমি দুটো ধারাবাহিকেই চুটিয়ে কাজ করব।’’