কিম কার্দাশিয়ান, শুধু নামই যথেষ্ট। ‘ক্ষীণ কটি গুরু বক্ষা’ এই আমেরিকান মডেল-অভিনেত্রীর কটাক্ষে টলে যেতে পারে তাবড় সংযমী মন। সেই কিম তাঁর বোন ক্লোয়ি কার্দাশিয়ানকে নিয়ে গত বছর এসেছিলেন ভারতে। সে এক হইহই ব্যাপার। অম্বানীদের বাড়ির ছোট ছেলে অনন্ত অম্বানীর বিবাহবাসরে হাজার আলোর ফুলকি ছড়াতেই আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁদের। সারা দেশেই দেখা দিয়েছিল সে আলোর আভা। চোখের সামনে কিমকে দেখেই নাকি থমকে দাঁড়িয়েছিলেন স্বয়ং ভাইজান সলমন খান। কিন্তু সবটাই সুন্দর নয়। প্রায় মাস আটেক পর জানা গেল অম্বানীদের বাড়ি নিমন্ত্রণ খেতে এসে কিম পড়েছিলেন মহা বিপদে। মহামূল্য হিরে হাতানোর অপবাদ কি পড়তে চলেছিল তাঁর উপর? কী ভাবে নিস্তার পেলেন তিনি?
সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে অম্বানীদের বাড়ির বিয়ে নিয়ে কথা হচ্ছে। ঝলমলে পোশাকে কিম ও তাঁর বোন ঢুকছেন উৎসব প্রাঙ্গণে। কিন্তু হঠাৎই বিপত্তি। কিমের ধারালো মুখে আলোর ঝলক যেন নিমেষে নিভে গেল। চোখ নিচু করে তাকালেন বুকের দিকে। নিজের আঁটসাঁট পোশাকের ভিতরেই কী যেন খুঁজতে শুরু করলেন তিনি। হারিয়েছে হিরে। ভিডিয়োয় দেখা যায়, কিম হতাশ গলায় বলছেন, “এ বার আমায় এর খেসারত দিতে হবে!”
আরও পড়ুন:
কিন্তু তার পর কী হল! সত্যিই কি ভারতে বেড়াতে এসে কিমকে ‘হিরে চুরি’র খেসারত দিতে হল? সে কথা আর জানননি কিম বা ক্লোয়ি। আসলে সে সব বিষয় হয়তো খোলসা করবেন কিম। তবে সবটাই নিজেদের একটি ওটিটি অনুষ্ঠানে। কিম, ক্লোয়ির মা ক্রিস জেনর তাঁর পাঁচ কন্যাকে নিয়ে ওই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করেন। ‘দি কার্দাশিয়ানস’ নামের ওই অনুষ্ঠানের ষষ্ঠ পর্ব আসতে চলেছে শীঘ্রই। তারই ঝলকে দেখা গিয়েছে এই হিরেকাণ্ড।
গত বছর ১২ জুলাই মুকেশ অম্বানী-নীতা অম্বানীর ছোট ছেলে অনন্তের সঙ্গে বিয়ে হয় রাধিকা মার্চেন্টের। কয়েক মাস ধরে চলে বিবাহের নানা আচার-অনুষ্ঠান। তারই মধ্যে জামনগরের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল কিম আর ক্লোয়ি। এ দেশে এসে তাঁরা ভারতীয় পোশাকে সেজেছিলেন। তবে শুধু বিয়েবাড়ি নয়, কার্দাশিয়ান বোনদের অটো চড়ে মুম্বইয়ের রাস্তায় ঘুরতেও দেখা গিয়েছিল।