Advertisement
E-Paper

গ্র্যামির লাল গালিচায় গ্রেফতারি! গায়কের স্ত্রীর নগ্নতায় বিপত্তি, কী বলছে সেখানকার আইন?

বক্ষ যুগল উন্মুক্ত, যোনি ঢাকা পাতলা কাপড়ে। মাথায় খোঁপা, সঙ্গে মানানসই রূপটান। গ্র্যামির মঞ্চে ধুন্ধুমার কাণ্ড ঘটালেন কানইয়ে ও তাঁর স্ত্রী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৯
গ্র্যামির মঞ্চে কানইয়ের স্ত্রীর  কীর্তি।

গ্র্যামির মঞ্চে কানইয়ের স্ত্রীর কীর্তি। ছবি: সংগৃহীত।

বিতর্কে থাকতেই যেন ভালবাসেন আমেরিকার র‌্যাপ তারকা কানইয়ে ওয়েস্ট। দিন কয়েক আগেই স্ত্রীর স্নানের ভিডিয়ো প্রকাশ্যে আনেন। এ বার গ্র্যামির মঞ্চেও সকলের নজর গায়কের স্ত্রী বিয়াঙ্কা সেনসরির উপরই। লাল গালিচায় স্বামীর সঙ্গে হেঁটে আসছেন বিয়াঙ্কা। গায়ে চাপানো কালো পশমের কোট। আলোকচিত্রীদের সামনে এসে কোট সরাতেই ক্যামেরার ঝলকানি। নগ্ন অবস্থায় ধরা দিলেন কানইয়ের স্ত্রী! সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষী এসে লাল গালিচা থেকে নিয়ে চলে যান তাঁকে। কিন্তু এটুকুতেই শেষ হয়নি বিড়ম্বনা। জানা গিয়েছে, লাল গালিচায় নগ্নতা প্রদর্শনের জন্য কানইয়ে ও তাঁর স্ত্রীর হতে পারে জেল ও জরিমানা।

বিয়াঙ্কা কি সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন? আলোকচিত্রীদের সামনে আসতেই দেখা যায় তাঁর বক্ষ যুগল উন্মুক্ত, যোনি ঢাকা পাতলা কাপড়ে। মাথায় খোঁপা, সঙ্গে মানানসই রূপটান। তবে এই প্রথম নয়। এর আগে অশ্লীল কাজকর্মের কারণেও চর্চায় উঠে এসেছেন কানইয়ে। নিজের জন্মদিনে অনাবৃত নারীশরীরের উপর খাবার পরিবেশন করেছিলেন অতিথিদের। প্রাক্তন স্ত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে ২০২২ সালে বিচ্ছেদ হয় কানইয়ের। তার পর বিয়াঙ্কার সঙ্গে বিয়ে সারেন। অনেকেই অবশ্য কিমের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন বিয়াঙ্কার। আগে বেশ কয়েক বার অর্ধনগ্ন হয়ে প্রকাশ্যে এসেছেন বিয়াঙ্কা। এ বার অবশ্য এক ধাপ এগিয়ে গিয়েছেন। লস অ্যা়ঞ্জেলসের আইন অনুযায়ী, কেউ যদি শিল্পের প্রয়োজন ছাড়া পোশাকহীন ভাবে জনসমক্ষে আসেন, ঘুরে বেড়ান, তা হলে অশ্লীলতার দায়ে জেল ও জরিমানা দুই-ই হতে পারে। কানইয়ের স্ত্রীর এ ক্ষেত্রে ছয় মাসের কারাবাস ও ১০০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৭,০০০ টাকা) জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Kanye West Grammy Awards Hollywood News Viral Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy