Advertisement
E-Paper

‘সাহস থাকলে সলমনের মুখের উপর কথাগুলো বলে দেখান’, অশ্নীরকে তুলোধনা উরফির

বিতর্কের সূত্রপাত একটি ভিডিয়োকে ঘিরে। সেই ভিডিয়োতে অশ্নীর দাবি করেছিলেন, সলমন নাকি তাঁর সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন।

Urofi Javed takes a dig at Ashneer Grover for his comment on Salman Khan

সলমনকে কটাক্ষ করায় অশ্নীরকে তোপ উরফির। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৯
Share
Save

ফের সলমন খান বনাম অশ্নীর গ্রোভার। ‘বিগ বস্‌ ১৮’-র মঞ্চে অশ্নীরকে একহাত নিয়েছিলেন সলমন। চুপ করে দাঁড়িয়ে শুনেছিলেন উদ্যোগপতি। মাথা নিচু করে সম্মতি জানিয়েছিলেন ভাইজানের কথায়। কিন্তু ‘বিগ বস্‌ ১৮’ শেষ হতেই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছেন অশ্নীর। এক ভিডিয়োয় রীতিমতো সলমনের নাম না করে সুর চড়িয়েছেন তিনি। সেই ভিডিয়ো দেখে আবার অশ্নীরকে খোঁচা দিয়েছেন উরফি জাভেদ।

বিতর্কের সূত্রপাত একটি ভিডিয়োকে ঘিরে। সেই ভিডিয়োতে অশ্নীর দাবি করেছিলেন, সলমন নাকি তাঁর সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। সলমন নাকি সাড়ে ৭ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। কিন্তু অশ্নীর সঙ্গে কথা বলার পরে নাকি তিনি সাড়ে ৪ কোটি টাকা পারিশ্রমিকে রাজি হন। এর পরে ‘বিগ বস্‌ ১৮’-র মঞ্চে অশ্নীরকে একহাত নিয়েছিলেন ভাইজান। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, অশ্নীরের সঙ্গে দেখা করা তো অনেক দূর। তাঁর নামই শোনেননি। সেই সময়ে মুখ দিয়ে আওয়াজ বেরোয়নি অশ্নীরের। কিন্তু এত দিন পরে তিনি ফুঁসে উঠেছেন।

অশ্নীর নতুন এক ভিডিয়োয় বলেছেন, “অকারণে আমার সঙ্গে ঝামেলা (ফালতু পাঙ্গা) করে প্রতিযোগিতা শুরু করেছে। আমি তো ভদ্র ভাবেই গিয়েছিলাম (‘বিগ বস্‌ ১৮’)। ওরাই আমাকে ডেকেছিল। নাটক করার জন্য বলে দিল, ‘আপনার সঙ্গে তো দেখাই হয়নি কখনও। আপনার নামও জানি না।’ আরে, নাম না জানলে আমাকে ডাকলে কেন?” এই প্রসঙ্গে উরফির দাবি, এ সব কথা সলমনের সামনে বলার সাহস নেই অশ্নীরের।

উরফি খোঁচা দিয়ে বলেন, “এই কথাগুলো শুধু সলমনের সামনে দাঁড়িয়ে বলে দেখাক। এই লোকটা হবে সলমনের প্রতিযোগী?” উরফিকে সমর্থন করেছেন অনেকেই। এক নেটাগরিক তাই লিখেছেন, “এই কথাগুলো সেই দিন মঞ্চে দাঁড়িয়ে বলতে পারলেন না কেন! সে দিন তো মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না। একেই বলে দ্বিচারিতা।”

Uorfi Javed ashneer grover

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}