ঘটা করে বিয়ের আয়োজন করা হয়েছিল স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের। আচমকাই স্থগিত হয়ে যায় তাঁদের বিয়ে। ক্রিকেটতারকার বাবা বিয়ের দিন অসুস্থ হয়ে পড়েন। পরের দিন সকালে হাসপাতালে ভর্তি করানো হয় পলাশকেও। এই আবহে, মঙ্গলবার মেরি ডি’কোস্টা নামে এক মহিলা পলাশকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। এর মাঝে প্রকাশ্যে পলাশের আরও এক প্রেমিকার নাম।
আরও পড়ুন:
মেরি ডি’কোস্টা নাকি পেশায় একজন নৃত্য প্রশিক্ষক। এমনও শোনা যাচ্ছে, স্মৃতি ও পলাশের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানের নাচের কোরিয়োগ্রাফির দায়িত্বেও নাকি তিনিই ছিলেন। তাঁর সঙ্গে ব্যক্তিগত কথোপকথন ফাঁস হয়ে য়ায়। যেখানে দেখা যাচ্ছে, মেরিকে একসঙ্গে সাঁতার কাটার নিমন্ত্রণ জানিয়েছেন পলাশ। শুধু তাই নয়, স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকাটা তাঁর জন্য বেশ শক্ত, সে কথাও মেরিকে জানিয়েছেন পলাশ। এই কথোপকথন দেখে নেটাগরিকের বক্তব্য, পলাশ সম্পর্কে প্রতারণা করেছেন।
অনেকের ধারণা এই কারণে বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেন স্মৃতি। এ বার প্রকাশ্যে পলাশের আরও এক প্রেমিকা। যাকে নাকি তিনি হাঁটু মুড়ে বসে প্রেমপ্রস্তাবও দিয়েছিলেন। ঠিক যে ভাবে স্মৃতিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সেই একই ভঙ্গিমায়। পার্থক্য কেবল ছিল, স্মৃতিকে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই প্রস্তাব দিয়েছিলেন। শোনা যাচ্ছে, প্রাক্তন সেই প্রেমিকাকে বাড়ির অন্দরে গোলাপে সাজিয়ে প্রেমপ্রস্তাব দিয়েছিলেন পলাশ। শোনা যাচ্ছে মেয়েটির নাম বিরভা শাহ। পেশায় তিনি চিকিৎসক। ২০১৭ সালে ব্রিভার সঙ্গে সম্পর্কে ছিলেন পলাশ। তাঁদের একাধিক আদুরে ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ব্রিভার সঙ্গে কী কারণে সম্পর্ক ভাঙে পলাশের, তার কারণ জানা যায়নি এখনও।