কয়েক মাস আগে হঠাৎই বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন পৃথা চক্রবর্তী। টলিপাড়ার অন্দরে তাঁর পরিচিতি অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী হিসাবেই। এপ্রিল মাসের প্রথম দিকে সমাজমাধ্যমে পৃথার একটি পোস্ট তোলপাড় ফেলে দেয়।
প্রথমে ‘রসিকতা’ বলে বিষয়টি এড়িয়ে গেলেও পরে নিজেদের দূরত্বের কথা স্বীকার করে নেন সুদীপ। তবে, তাঁদের দু’জনের মধ্যে যতই সমস্যা থাকুক না কেন দুই সন্তানের দায়িত্ব সমান ভাবে পালন করে চলেছেন। কয়েক দিন আগে ছোট ছেলের জন্মদিনে একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত দেখা গিয়েছে। ‘রাস’ ছবির প্রিমিয়ারেও এমনই একটি দৃশ্য ধরা পড়ল। শুক্রবার মুক্তি পেয়েছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাস’। সেই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুদীপকে। ছবির প্রিমিয়ারে প্রাক্তনের সঙ্গেই হাজির হলেন অভিনেতা।
পৃথা পরেছিলেন খয়েরি রঙের পালাজ়ো, সঙ্গে মানানসই জামা। প্রিমিয়ারে নিজের জন্য সাদা রং বেছে নিয়েছিলেন সুদীপ। পাশাপাশি হাসি মুখে ফ্রেমবন্দি হন দু’জনেই। একসঙ্গে পুরো সিনেমাটি দেখেন। ছবি শেষ হওয়ার পরেই অঝোর ধারায় বৃষ্টি শুরু। শহর কলকাতা তখন ভিজছে। দক্ষিণ কলকাতার অভিজাত প্রেক্ষাগৃহের সামনের ছোট গুমটি চায়ের দোকানে গিয়ে দাঁড়ালেন পৃথা। তার কিছু ক্ষণ পরেই এলেন সুদীপ। বৃষ্টি না থামা পর্যন্ত চায়ের দোকানের ছাতার তলায় দাঁড়িয়ে রইলেন দু’জনে।
শোনা গিয়েছিল, সুদীপের বেহালার বাড়িতেই দুই ছেলেকে নিয়ে থাকেন পৃথা। আর অভিনেতা থাকেন অন্যত্র। বিচ্ছেদের পর তাঁদের ঘনিষ্ঠতা অনেকের মনেই প্রশ্ন তৈরি করেছে। আদৌ কি তাঁদের বিচ্ছেদ হয়েছে নাকি সত্যি সবটা রসিকতা ছিল!
নাকি সবটাই বলিউডি কায়দা! আমির খান-কিরণ রাও হোক কিংবা আরবাজ় খান-মালাইকা অরোরা— বলিপাড়ার অনেক জুটি আলাদা থাকলেও ‘কো-প্যারেন্টিং’ বিষয়টিকে খুবই গুরুত্ব দেন। সুদীপ-পৃথার সমীকরণেও কি বলিউডি ছাপ! নাকি শেষ হয়েও রয়ে গিয়েছে একটা সুতো।