Advertisement
E-Paper

কিয়ারাকে নিয়ে জল্পনার মাঝেই আলোচনায় নতুন নাম! মীনাকুমারীর জীবনীছবির মুখ্য চরিত্রে কে?

প্রথমে শোনা গিয়েছিল কৃতি সেনন, তার পর শোনা গেল কিয়ারা আডবাণীর নাম। মীনাকুমারীকে নিয়ে ছবি তৈরি হলে মুখ্য চরিত্রে কাকে দেখা যাবে? জল্পনা বাড়াচ্ছে তৃতীয় নাম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৪:২৮
Amid Rumours Of Kiara Advani signing Meena Kumari Biopic new name comes into discussion

মীনাকুমারীর জীবনীছবির মুখ্য চরিত্রে কে? ছবি: সংগৃহীত।

মীনাকুমারীর জীবনীছবি নিয়ে চর্চা বহু দিন ধরেই চলছে। কাকে দেখা যাবে মুখ্য চরিত্রে? প্রথমে শোনা গিয়েছিল কৃতি সেননকে দেখা যাবে ‘তারকা’ অভিনেত্রীর চরিত্রে। কিন্তু এখন শোনা যাচ্ছে, কিয়ারা আ়়ডবাণীর কাছে গিয়েছে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব। সম্ভবত, তিনি চুক্তি সইও করে ফেলেছেন। তবে এই সমস্ত আলোচনার মধ্যেই প্রকট হচ্ছে আরও এক নাম — তৃপ্তি ডিমড়ি।

সম্প্রতি, এক সাংবাদিক বৈঠকে অভিনেত্রী তৃপ্তি জানিয়েছেন, তিনি মীনাকুমারীর চরিত্র্রে অভিনয় করতে ইচ্ছুক। বৈগ্রহিক অভিনেত্রীদের জীবনীছবি পর্দায় ফুটিয়ে তোলার সুপ্ত বাসনা রয়েছে তাঁর মনে। ‘ধ়ড়ক ২’ ছবির এক সাংবাদিক বৈঠকে অভিনেত্রী বলেন, “জীবনীছবিতে অভিনয় করতে চাই। আমি মীনাকুমারীজি ও মধুবালাজির বড় ভক্ত। যদি ওঁদের নিয়ে কেউ জীবনীছবি তৈরি করেন, তা হলে আমি তার অংশ হতে চাইব।”

অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে কি বাড়তি চাপ তৈরি হয়? তাঁর কথায়, অভিনয়ের মুহূর্তে প্রবল চাপ থাকে। শুধুমাত্র নিজের সহ-অভিনেতার কাজের প্রতিক্রিয়া, নিজের সংলাপ, নিজের দৃশ্যই মাথায় ঘুরতে থাকে। “তবুও ওঁদের চরিত্রে অভিনয় করতে পারলে সেটা শিক্ষণীয় অভিজ্ঞতা হবে,” মত তৃপ্তির। বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন তৃপ্তি। একের পর এক বক্সঅফিস সফল ছবির পর একাধিক পরিচালকের পছন্দ তিনি। দর্শকের মনেও তাঁর স্থান তৈরি হয়েছে। ফলে এবার পরিচালক বা ছবির নির্মাতারা মীনাকুমারীর চরিত্রে অভিনেত্রী বাছাইয়ের বিষয়ে ফের চিন্তাভাবনা করেন কি না সেটাই দেখার।

হিন্দি সিনেদুনিয়ার অন্যতম তারকা মীনাকুমারী, পরিচিত ছিলেন ‘ট্র্যাজেডি কুইন’ নামে। ‘বৈজু বাওয়রা’, ‘পরিণীতা’, ‘কাজল’-এর মতো একাধিক সফল ছবিতে তাঁর অভিনয় বিশেষ প্রশংসা লাভ করেছিল। প্রায় দু’দশক ধরে চলা কর্মজীবন আচমকা থমকে যায় ৩৮ বছর বয়সে। অসময়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তাঁর জীবনীছবি তৈরির দায়িত্ব নিয়েছেন পরিচালক সিদ্ধার্থ পি মলহোত্র।

Meena Kumari Kiara Advani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy