বিচ্ছেদ-জল্পনায় সরগরম টলিপাড়া। শোনা যাচ্ছে, সংসার ভাঙছে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের। শ্রেয়া বন্দ্যোপাধ্যায়কে ভালবেসেই বিয়ে করেছিলেন অভিনেতা। ২০ বছরের সংসার। শোনা যাচ্ছে, এত বছর পর তৃতীয় ব্যক্তির আগমনে সম্পর্ক ভাঙছে তাঁদের। যদিও অভিনেতা এই বিষয়ে কোনও মন্তব্য করতেই রাজি নন। নিজের সমাজমাধ্যমের পাতায় খুবই সক্রিয় জয়জিৎ। পরিবারের সঙ্গে অনেক ছবিই পোস্ট করতে থাকেন। সম্প্রতি ছেলে এবং মা-বাবাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন পাহাড়ে। অনেক সময় বাবা-ছেলে মিলেও ঘুরতে বেড়িয়ে পড়েন। যত আলোচনার সূত্রপাত এমনই ছবিকে কেন্দ্র করেই।
স্ত্রী শ্রেয়াকে ছাড়া শুধু ছেলে আর মা-বাবাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তা দেখেই অনেকের মনে প্রশ্ন জন্মেছে, তবে কি তাঁরা আর একসঙ্গে নেই? কেউ কেউ আবার বলছেন, আইনি বিচ্ছেদের পথেই হাঁটছেন তাঁরা। সত্যিই কি তাই?
এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমের তরফে প্রশ্ন করা হয়েছিল শ্রেয়াকে। এমন একটা বিষয় নিয়ে আলোচনা চলছে, তা শুনেই বিরক্ত তিনি। শ্রেয়া নিজেও ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত। ক্যামেরার পিছনে তাঁর কাজ। তিনি যে খুবই বিরক্ত হয়েছেন, তা বোঝা গেল শ্রেয়ার উত্তরেই। তিনি বললেন, “কোনও উত্তরই দেওয়ার প্রয়োজন মনে করছি না। ২০ বছরের দাম্পত্য আমাদের। এখন এসে এ সব আলোচনা সত্যিই আমায় অবাক করছে।”
তবে সমাজমাধ্যমে কোনও ছবি পোস্ট করা বা না করার উপর নির্ভর করে সম্পর্কের সমীকরণ মাপা হচ্ছে দেখেও অবাক শ্রেয়া। তিনি বললেন, “বিয়ের ২০ বছর পর যদি এখন একসঙ্গে ছবি পোস্ট করে প্রমাণ দিতে হয় আমরা একসঙ্গে আছি, তা হলে কিছু বলার নেই। তার চেয়ে যে যা ভাবছে, সেটাই ভাবতে পারে।”