৩ জুন, ১৯৭৩। বিয়ে করেছিলেন অমিতাভ এবং জয়া বচ্চন। বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মা-বাবাকে শুভেচ্ছা জানালেন অভিষেক।
বলিউডের এই প্রথম সারির দম্পতির একসঙ্গে পেরিয়ে এলেন ৪৬ বছর। ১৯৭৩-এর ১১মে মুক্তি পেয়েছিল অমিতাভ-জয়া জুটির ‘জঞ্জির’। তার কিছুদিনের মধ্যেই বিয়ে করেছিলেন তাঁরা। এর নেপথ্যে একটি মজার গল্প রয়েছে। নিজের ব্লগে তা শেয়ার করেছেন অমিতাভ।
সে সময় লন্ডনে গিয়ে জয়ার সঙ্গে ‘জঞ্জির’-এর সাফল্য সেলিব্রেট করতে চেয়েছিলেন অমিতাভ। কিন্তু তাতে বাধা দিয়েছিলেন অমিতাভের বাবা হরিবনস্ রাই বচ্চন। তাঁর সাফ কথা ছিল, লন্ডনে সেলিব্রেট করতে যেতেই পারেন জয়া-অমিতাভ। কিন্তু বিয়ে করে তবে যেতে পারবেন, জানিয়েছেন বিগ বি।