Advertisement
০১ অক্টোবর ২০২৩

‘অহল্যা’তে মজেছেন অমিতাভ

মাত্র ১৪ মিনিট। ইউটিউবে এখন তাতেই মজেছেন সিনেপ্রেমীরা। সৌজন্যে ‘অহল্যা’। লাইক আর শেয়ারের বন্যায় শর্ট ফিল্মের যাবতীয় রেকর্ডকে ছাপিয়ে যাচ্ছে সুজয় ঘোষের ‘অহল্যা’। সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ইতিমধ্যেই আপ্লুত তিনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ১২:৩২
Share: Save:

মাত্র ১৪ মিনিট। ইউটিউবে এখন তাতেই মজেছেন সিনেপ্রেমীরা। সৌজন্যে ‘অহল্যা’। লাইক আর শেয়ারের বন্যায় শর্ট ফিল্মের যাবতীয় রেকর্ডকে ছাপিয়ে যাচ্ছে সুজয় ঘোষের ‘অহল্যা’। সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ইতিমধ্যেই আপ্লুত তিনি। এ বার তাঁর কাজের স্বীক়ৃতি এল খোদ অমিতাভ বচ্চনের কাছ থেকে। টুইটারে অহল্যার লিঙ্ক পোস্ট করে বিগ বি লিখেছেন, ‘‘দ্য ম্যাজিক অফ শর্ট ফিল্ম..সুজয় ঘোষ..ব্রিলিয়ান্ট।’’ স্বভাবতই সুজয় বিগ বি-র শুভেচ্ছায় খুব খুশি।

‘অহল্যা’ লাস্যময়ী রাধিকা আপ্তে। তিনিই মাতিয়ে রেখেছেন গোটা ফিল্ম। রামায়ণের মতো পরপুরুষের জালে পা দিয়ে ইনি পাথর হতে আসেননি, বরং পুরুষকে পাথর বানাতে এসেছেন। রাধিকার আহ্বানে যাঁরা সাড়া দেন, তাঁরা অচিরেই পুতুল হয়ে যান। রাধিকা গোটা ব্যাপারটা বেশ এনজয় করেন। স্বল্পবাসে পুরুষকে খুঁচিয়ে মজা পান। তার পর তারা যখন পুতুল হয়ে যায়, তাদের নিষ্ফল আস্ফালন দেখে মৃদু ধমকে দেন। পুলিশ অফিসার ইন্দ্র সেন অর্থাত্ টোটা রায়চৌধুরিও সেই একই পথের পথিক। তবে আসল নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি শিল্পী। একটি করে পুরুষ তাঁর জাদু পাথরের টোপ গেলে। গৌতম তাঁদের অহল্যার কাছে পাঠিয়ে দেন। তাকের উপর পুতুলেরা সংখ্যায় বাড়তে থাকে। এই কাহিনির জাল বুনেই আপাতত বাজিমাত করেছেন ‘কাহিনি’র পরিচালক।

দেখুন রাধিকা আপ্তের আরও ছবি 'লাস্যময়ী অহল্যা'

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE