Advertisement
E-Paper

সর্বক্ষণ ছেলেকে নিয়ে বড়াই, মুখ ফুটে ঐশ্বর্যার প্রশংসা করেন না কেন? কী জবাব অমিতাভের

ছেলে অভিষেককে নিয়ে মাতামাতি করেন! কখনও পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চন কিংবা নিজের স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে এমন প্রশংসা শোনা যায় না কেন? জবাব দিলেন অমিতাভ বচ্চন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৫:৫৭
পুত্রবধূ ঐশ্বর্যাকে নিয়ে মুখে কুলুপ কেন অমিতাভের!

পুত্রবধূ ঐশ্বর্যাকে নিয়ে মুখে কুলুপ কেন অমিতাভের! গ্রাফিক-আনন্দবাজার ডট কম।

ছেলেকে বোধ হয় একটু বেশিই ভালবাসেন অমিতাভ বচ্চন! অভিষেক বচ্চনের ছবি মুক্তির আগে বা পরে তাঁকে নিয়ে একটা করে লেখা লিখবেনই বাবা। কয়েক বছর ধরে এটাই দেখছেন তাঁর অনুরাগীরা। সে ভাবেই সমাজমাধ্যমে দু’দিন আগে একটি পোস্টে বিগ-বি লেখেন, অভিষেকের বাছাই করা চরিত্রগুলিতে অভিনয়ের জন্য আত্মনিবেদনটা জরুরি এবং সেটা সে করতে পারে সফল ভাবে। এখানেই শেষ নয়। এর পরে অভিষেকের ‘দসভি’ দেখে তাঁকে নিজের থেকেও বড় অভিনেতার তকমা দিয়ে বসেন। তাতেই নেটাগরিকদের কটাক্ষের শিকার অমিতাভ। দিনদুয়েক আগের ওই আবেগঘন পোস্টের পরেই কটাক্ষ ভেসে আসে, অমিতাভ সারাক্ষণই ছেলেকে নিয়ে মাতামাতি করেন। পাশাপাশি, অনুরাগীদের কৌতূহলী প্রশ্ন, কখনও পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চন কিংবা নিজের স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে এমন প্রশংসা শোনা যায় না কেন? তবে এ সব দেখে মোটেই চুপ করে থাকার পাত্র নন অভিনেতা অমিতাভ বচ্চন! পাল্টা জবাব দিলেন তিনিও।

অভিষেক বাবার মতো নন, অহরহ এই আলোচনা চলে। তাঁর হাঁটা-চলা, কথা বলা, বিশেষ করে তাঁর অভিনয় নিয়ে নিরন্তর কাটাছেঁড়া চলে সমাজমাধ্যমে, সমালোচকদের মধ্যে। সারাক্ষণ বাবার সঙ্গে ছেলের তুল্যমূল্য বিচার চলতেই থাকে। ভাল অভিনয় করলেও অনেকে বলেন, বাবার কৃতিত্ব। মন্দ করলে তো কথাই নেই! তখন বলা হয়, এমন বাবার ছেলে হয়ে এটা কী করলেন অভিষেক বচ্চন? আজীবন অমিতাভ বচ্চনের ছায়ায় ঢেকে থাকা পুত্র কোনও দিন প্রতিবাদ জানাননি। যদিও এই পিতৃদিবসে অভিষেকের পিতৃঋণ স্বীকার করে নেন অমিতাভ।

অন্য দিকে, প্রশংসা কিংবা অমিতাভের স্নেহ থেকে না কি ‘ব্রাত্য’ তাঁর পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চন! অভিনেত্রীকে নিয়ে তেমন কোনও গর্বের কথা আজ অবধি সমাজমাধ্যমে বলেননি, এমনই অভিযোগ নেটাগরিকদের। যদিও তার নেপথ্যে কারণ রয়েছে বলেও অনেকে মনে করেন। এমনিতেই আজকাল সমাজমাধ্যমে নিজের সক্রিয়তা বেশ বাড়িয়ে দিয়েছেন বিগ-বি। প্রতিনিয়ত অনুরাগীদের প্রশ্নের উত্তর দেন। এ বার ঐশ্বর্যা প্রসঙ্গে তাঁর জবাব, ‘‘আমি অভিষেকের প্রশংসা করলে আপনার কী? আর ঐশ্বর্যা কিংবা জয়ার প্রশংসা আমি প্রকাশ্যে করি না। বরং মনে মনে করি। আমার তাঁদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান রয়েছে হৃদয়ে।’’

Aishwarya Rai Bachchan Amitabh Bachchan Abhishek Bachchan Jaya Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy