গত বছর অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির ছেলে অকায়ের জন্ম হয় লন্ডনের এক হাসপাতালে। তার মাস কয়েক পর ভারতে ফিরলেও, থাকেননি দেশে। দুই ছেলেমেয়েকে নিয়ে পাকাপাকি ভাবে লন্ডনেই থাকতে শুরু করেন অনুষ্কা ও বিরাট। এত দিন একা ছিল বিরাট-অনুষ্কার মেয়ে ভামিকা। এখন চার জনের ভরা সংসার। যদিও ছেলেমেয়েকে এখনও প্রকাশ্যে আনেননি দম্পতি। কবে ভামিকা ও অকায়ের মুখ দেখাবেন জানিয়ে দিলেন অনুষ্কা।
প্রথম থেকেই ছেলেমেয়েকে আড়ালে রাখতে চেয়েছিলেন তারকা দম্পতি। তাদের ছবি তোলা বা প্রচারের আলোয় আনা, পছন্দ নয় বাবা-মায়ের। সেই কারণেই কি ছেলের জন্মের পর আর দেশে ফিরছেন না! ব্যক্তিগত জীবনের গোপনীয়তাই না কি তাঁদের কাম্য। তাই সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী। যদিও মাঝেমধ্যে নিরাপত্তার ক়ড়াকড়ি সত্ত্বেও ভামিকা ও অকায়কে ক্যামেরাবন্দি করেছেন ছবিশিকারিরা, সেটাও কয়েক সেকেন্ডের ঝলক। দুই সন্তানকে নিয়ে কেন এতটা কড়াকড়ি? অনুষ্কার কথায়, ‘‘আমি চাই আমার সন্তানেরা সকলের চোখের সামনে বড় হয়ে উঠুক। কিন্তু এটা চাই না, অন্য বাচ্চাদের তুলনায় একটু বিশেষ নজর পাক ওরা। তাই যতদিন বড় হচ্ছে, সামনে আনব না। সারাক্ষণ ক্যামেরার সামনে থাকাটা আমাদের জন্যই ভীষণ কষ্টকর হয়ে ওঠে। মনে হয় বাচ্চারা এই চাপটা নিতে পারবে না। জানি, সিদ্ধান্তটা কঠিন। কিন্তু আমরা এটা মেনে চলব।’’