নওয়াজউদ্দিন সিদ্দিকিকে ছবিতে নেওয়ার জন্য পরিচালক সুজয় ঘোষের কাছে অনুরোধ করছেন অমিতাভ বচ্চন!
ঠিক এই ঘটনাই ঘটেছে বলিউডে।
পরিচালক সুজয় ঘোষের কাছে অমিতাভ নিজে নাকি নওয়াজের ব্যাপারে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধ মেনেই নিজের পরবর্তী থ্রিলার ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক। যেখানে স্ক্রিন শেয়ার করবেন অমিতাভ এবং নওয়াজ। এখনও পর্যন্ত এই থ্রিলার ছবির নাম ঠিক হয়েছে ‘কেরালা’। পরে অবশ্য তা বদল হতেও পারে। আর এই তথ্য স্বীকার করেছেন নওয়াজ নিজেই। তাঁর কথায়, ‘‘আমি খুব ভাগ্যবান যে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এত বড় একজন অভিনেতার সঙ্গে কাজ করব ভেবে ভাল লাগছে।’’