Advertisement
E-Paper

’৮০-র দশকের পোশাকে নতুন করে সেজে কী বললেন অমিতাভ বচ্চন?

ওয়ার্ডরোবে হাল ফ্যাশনের ঝাঁ চকচকে পোশাকের কমতি নেই। তাঁর ফ্যাশন সচেতনতা নিয়েও চর্চা কম নয় সিনে মহলে। কিন্তু তাও পুরনো পোশাকের প্রতি প্রেম কম নয় অমিতাভ বচ্চনের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:১৮
ছবি: ইনস্টাগ্রাম

ছবি: ইনস্টাগ্রাম

ওয়ার্ডরোবে হাল ফ্যাশনের ঝাঁ চকচকে পোশাকের কমতি নেই। তাঁর ফ্যাশন সচেতনতা নিয়েও চর্চা কম নয় সিনে মহলে। কিন্তু তাও পুরনো পোশাকের প্রতি প্রেম কম নয় অমিতাভ বচ্চনের। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে বহু পুরনো একটি ব্লেজার পরে আসায় চর্চায় উঠে এল সেই ব্লেজারটি।

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের দু’টি ছবিকে পাশাপাশি রেখে একটি পোস্ট করেছেন বিগ বি। সেই ছবিতে অমিতাভকে দেখা যাচ্ছে বহুদিন আগে ফিল্মফেয়ার অনুষ্ঠানে একটি ব্লেজার পরে হাসি মুখে বসে থাকতে। তার ঠিক পাশেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটের থেকে তাঁর বর্তমান সময়ের একটি ছবি। পরনে সেই একই ব্লেজার। ছবির নিচে তিনি লিখেছেন, ‘পুরনো কথার দাম অনেক, পুরনো জিনিসেরও। তাই পুরনো পোশাক ফিরে ফিরে আসে। তাদের থেকে মুখ ফিরিয়ে থাকা যায় না।’

২০১৯-এও আশির দশকের পোশাকের আবেদন যে বিন্দুমাত্র কমেনি, তা বোঝা যাচ্ছে অমিতাভকে দেখেই। ছবিটি দারুণ সাড়া ফেলেছে অমিতাভ ভক্তদের মধ্যেও। অনেকেই লিখেছেন যে, পুরনো জিনিস যে আক্ষরিক অর্থেই সোনা হয়, তা অমিতাভের পরা এই ব্লেজারটি দেখেই বোঝা যাচ্ছে। অনেকে আবার লিখেছেন যে, অমিতাভের পক্ষেই এই ভাবে পুরনো সময় ও নস্ট্যালজিয়া ফেরত নিয়ে আসা সম্ভব।

Never get rid of the old clothes and possessions.. they all come back .. hang on to it .. पुरानी बात का मूल्य , अमूल्य । एक jacket Filmfare ke Liye ओर doosra KBC JI SHAan

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on

আরও পড়ুন: রণবীর-আলিয়ার চুমুর দৃশ্যে কোপ!

আরও পড়ুন: ওর সম্পূর্ণ সুস্থ হতে কত দিন লাগবে জানি না, বললেন রণদীপের মা পৌলমী

Amitabh Bacchan Bollywood Fashion Throwback KBC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy