বলিউডে কপূর পরিবার নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। কিন্তু কপূর পরিবারে হঠাৎ অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নবেলী যুক্ত হলেন কী ভাবে? কপূর পরিবারের সঙ্গে তাঁর কী সম্পর্ক? অবশেষে সেই রহস্যের উদ্ঘাটন হল।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে ‘ডাইনিং উইথ দ্য কপূরস’-এর ঝলক। এই ঝলকে দেখা গিয়েছে গোটা কপূর পরিবারকে। বহিরাগত বলতে শুধুই অমিতাভের নাতনি। নব্যা কী করছেন কপূর পরিবারে, সেই প্রশ্ন উঠতে থাকে সমাজমাধ্যমে। বাস্তবেই নাকি নব্যার সঙ্গে কপূর পরিবারের যোগ রয়েছে।
আরও পড়ুন:
নব্যার বাবার যোগসূত্র রয়েছে কপূর পরিবারের সঙ্গে। নব্যার ঠাকুমা অর্থাৎ শ্বেতা বচ্চনের শাশুড়ি ঋতু নন্দা সম্পর্কে রাজ কপূরের কন্যা। অর্থাৎ রাজ কপূরের নাতির কন্যা হলেন নব্যা নবেলী নন্দা। অর্থাৎ করিশ্মা, করিনা ও রণবীর সম্পর্কে নব্যার বাবার তুতো ভাইবোন। একই কারণে নব্যার ভাই অগস্ত্য নন্দাকেও দেখা গিয়েছে এই তথ্যচিত্রে।
কপূর পরিবারকে নিয়ে এই তথ্যচিত্র প্রকাশ পাবে এক ওটিটি মঞ্চে। ঝলকের শুরুতেই দেখা যায় রণবীর কপূরকে। তার পরে একে একে করিনা, করিশ্মা, ঋদ্ধিমা কপূরকে দেখা যায়। নীতু কপূর, রণধীর কপূর, আদর জৈনকেও দেখা যায়। করিনার স্বামী, অর্থাৎ সইফ আলি খানকেও দেখা গিয়েছে। কারণ তিনিও এখন এই পরিবারের অংশ। কিন্তু কোথাও দেখা যায়নি রণবীর-ঘরনি আলিয়া ভট্টকে। কেন অভিনেত্রীকে দেখা গেল না, সেই প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, রাজ কপূরের জন্মশতবর্ষ উপলক্ষে এই তথ্যচিত্র তৈরি হচ্ছে বলে জানা যাচ্ছে।