শারীরিক গঠনের জন্য প্রায়ই কটাক্ষের শিকার হন আমির খানের কন্যা আইরা খান। সম্প্রতি মুম্বই ম্যারাথনে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তাঁর চেহারার গড়ন ও পোশাক নিয়ে এক বিনিয়োগকারী তির্যক মন্তব্য করেন। এ বার আইরার হয়ে সরব হলেন ছোটপর্দার অভিনেতা অভিনব শুক্লা।
ম্যারাথনে আইরার পরনে ছিল কালো রঙের শর্টস ও সাদা রঙের ভেস্ট। আইরার সম্পর্কে একটি পোস্টে লেখা হয়েছিল, “ইনি আইরা খান। ইনি আমির খানের কন্যা। এখানে পোশাকটা সমস্যা নয়। শরীরের গড়নে সমস্যা। আমি বুঝি না, কেন মানুষ নিজেদের শরীরের গড়ন অনুযায়ী পোশাক পরেন না এবং অশালীন দেখতে লাগলেও অবলীলায় ঘুরে বেড়ান। স্টাইল কখনও শালীনতাকে বাদ দিয়ে করা যায় না।”
আরও পড়ুন:
এই বক্তব্যে আপত্তি জানিয়েছেন অভিনব। তিনি লেখেন, “(আইরা) একমাত্র তারকাসন্তান, যাঁকে মাটির মানুষ বলা যায়। ওঁর মধ্যে কোনও নাকউঁচু ব্যাপার নেই, কোনও বিষয়ে নাটক করেন না। ৫ জন দেহরক্ষী ও আপ্তসহায়ক নিয়ে ঘুরে বেড়ান না। উনি আর ওঁর ভাই সাধারণ বাচ্চাদের মতো পোশাক পরেই রিক্সায় যাতায়াত করেন। এখানে সমস্যাটা কোথায়, আমি বুঝি না। উনি অন্তত সক্রিয় থাকার চেষ্টা করছেন। কে কী পোশাক পরবেন, সেটা তো ব্যক্তিগত বিষয়।”
গত মাসেই অতিরিক্ত ওজন নিয়ে মুখ খুলেছিলেন আইরা খান। জানিয়েছিলেন, একসময়ে আয়নার দিকে তাকানো তাঁর নিরর্থক মনে হত। সেই প্রসঙ্গে আইরা বলেছিলেন, “আমি চুপিচুপি আয়নায় দেখেই অন্য দিকে তাকাতাম। আসলে আমি প্রথমে ভাবতাম, আমি খুব মোটা। তাই আমি অযোগ্য।’’ মেয়ের এমন হীনম্মন্যতা দেখে তাঁকে নিয়ে চিকিৎসার জন্য জার্মানি গিয়েছিলেন আমির।