কথায় কথায় মেজাজ হারান জয়া বচ্চন। ছবিশিকারিদের প্রায়ই বকুনি দিতে দেখা যায় তাঁকে। এ বার এক অভিনেতা দাবি করলেন, তিনি জয়া বচ্চনের হাতে মারও খেয়েছেন। সেই অভিনেতাকে নাকি লাঠিপেটা করেছিলেন জয়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন ভোজপুরি অভিনেতা দীনেশলাল যাদব, যিনি নিরাহুয়া নামে পরিচিত। তিনি বলেন, “উনি খুব রেগে যান। আমাকে সত্যিই লাঠি দিয়ে মেরেছিলেন। আমার বেশ ভালই লেগেছিল।”
ভোজপুরি ছবি ‘গঙ্গাদেবী’-তে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন নিরাহুয়া। সেই ছবিতেই একটি দৃশ্য ছিল, নিরাহুয়াকে পেটাবেন জয়া। পেটানোর অভিনয় করতে গিয়ে নাকি সত্যিই তাঁকে মেরেছিলেন জয়া!
নিরাহুয়া জানান, অমিতাভ বচ্চন খুবই আন্তরিক ছিলেন। শুটিং সেটে তিনি রসিকতা করতেন। কিন্তু জয়া মারধর করতেও ছাড়তেন না। সাক্ষাৎকারে ভোজপুরি অভিনেতা বলেন, “আমি অবাক হয়ে যাই যখন জানতে পারি, ওঁদের সঙ্গে আমি অভিনয় করব। আমার জন্য ওঁরা ঈশ্বরের মতো। অমিতাভ বচ্চন অসাধারণ মানুষ। আমার পরিস্থিতি বুঝতে পেরে নানা রকমের রসিকতা করতেন, যাতে আমি স্বচ্ছন্দ বোধ করি। খুব হাসাহাসি করতেন। আর পরিবেশটা খুব মজাদার করে রাখতেন।”
অমিতাভের সঙ্গে সম্পর্ক আন্তরিকতার হলেও, জয়া বচ্চনকে কিছুটা ভয় পেতেন অভিনেতা। জয়া বচ্চন তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। নিরাহুয়া বলেছেন, “একটি দৃশ্যে আমাকে আমার স্ত্রীর গালে চড় মারতে হত। আর জয়াজি আমার মায়ের চরিত্রে অভিনয় করছিলেন। মা হিসেবে তিনি আমাকে লাঠি দিয়ে মারধর করবেন। এমনই ছিল সেই দৃশ্যটি। কিন্তু অভিনয় না করে, তিনি সত্যিই আমাকে মারতে থাকেন। খুব জোরেই মেরেছিলেন। আমার খুব লেগেছিল। ওঁর মাথা খুব গরম।”
মার খেয়ে নিরাহুয়া সেই দিন বলেছিলেন, “আপনি মারছেন, আমার কিন্তু লাগছে।” তখন জয়া বলেছিলেন, “তা হলে তুমি আমার পুত্রবধূকে মারছ কেন?” এই শুনে অবাক নিরাহুয়া বলেছিলেন। “আরে এটা তো অভিনয় মাত্র। আপনি খুব জোরে মারছেন।”
তবে আজও অমিতাভ ও জয়ার সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা উপভোগ করেন নিরাহুয়া।