Advertisement
২৪ এপ্রিল ২০২৪

‘রবি ঠাকুর আমার প্রথম প্রেমিক’

ঢালিউডে তিনি এখন প্রথম সারির নাম। অভিনয় শুরু করেছেন মাত্র কয়েক বছর। কিন্তু এর মধ্যেই ভারত-বাংলাদেশ দু’দেশেই তিনি বেশ জনপ্রিয়। অভিনয় তো আছেই, তাঁকে নিয়ে গসিপও কম নয়। তিনি পরীমণি। ভারতীয় মিডিয়ায় এটা তাঁর প্রথম সাক্ষাত্কার। সে নিয়ে উত্তেজিত নায়িকা। তবে ফোনের ওপারে তিনি সাবলীল। যতটা সাক্ষাত্কার দিলেন গল্প করলেন তার থেকে অনেক বেশি। সূত্রধর স্বরলিপি ভট্টাচার্য।ঢালিউডে তিনি এখন প্রথম সারির নাম। অভিনয় শুরু করেছেন মাত্র কয়েক বছর। কিন্তু এর মধ্যেই ভারত-বাংলাদেশ দু’দেশেই তিনি বেশ জনপ্রিয়। অভিনয় তো আছেই, তাঁকে নিয়ে গসিপও কম নয়। তিনি পরীমণি। ভারতীয় মিডিয়ায় এটা তাঁর প্রথম সাক্ষাত্কার।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৬ ১১:৪৬
Share: Save:

কেমন আছেন?

খুব ভাল। এই কিছু ক্ষণ আগে শুটিং থেকে ফিরলাম। এ বার ডিনার খেতে খেতে আপনার সঙ্গে গল্প করব।

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় কাজ করছেন আপনি। কেমন অভিজ্ঞতা?

এখন যেটার শুটিং করছি সেটা পরিচালক গিয়াসুদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’। এটা যৌথ প্রয়োজনার ছবি। এখানে আমার নায়ক ইয়াশ সোহান। খুব ভাল অভিজ্ঞতা। আর এই যৌথ উদ্যোগ তো খুব পজিটিভ।

অভিনেত্রী হিসেবে নিজেকে ১০-এ কত দেবেন?

দু’য়ের বেশি দেব না। কারণ আমি এখনও শিখছি। প্রতিদিনই আমার নতুন নতুন পরীক্ষা চলছে। তাই এই বিচার করার আমি কেউ নই। তবে অভিনয়টা আমার মধ্যে আছে এটা আমি জানি।

ঢাকাই নায়িকাদের দৌড়ে আপনি নিজেকে কোথায় রাখবেন?

একটা কথাই বলব, ইন্ডাস্ট্রিতে অনেকে এসেই পরিমণি হতে চায়। তবে আমি কারও জায়গা নিতে চাই না। আমি মনে করি, ব্যক্তিগত আক্রমণ না করে প্রত্যেকেরই নিজের জায়গা করে নেওয়া উচিত।

ক’দিন ধরে ফেসবুকে ইসমাইল নামে একজনের সঙ্গে আপনার ছবি নিয়ে খুব হৈ চৈ চলছে। ব্যাপারটা কী বলুন তো?

এ সব ভিত্তিহীন আলোচনা। এ সব প্রমাণ করাটা কঠিন। যাঁরা আমার সঙ্গে এ সব করছেন তাঁরা হিংসে থেকেই করছেন।

কেন এমন হল?

জানি না। তবে আমার মনে হয় কেউ আমার ক্ষতি করার চেষ্টা করছে।

দেখুন গ্যালারি, বোল্ড বিউটি পরীমণি

কে আপনার এত বড় শত্রু?

জানি না। শুধু এটুকু জানি, বাংলাদেশের দর্শক আমাকে দারুণ পছন্দ করেন। ২০১৬-তে এসে যখন তখন ভুয়ো ছবি বানিয়ে ফেলা যায়। আমার কাছে এটা হাস্যকর।

আপনি কি সত্যিই ইসমাইল নামে কাউকে চেনেন?

চিনি তো। ইসমাইল নামে আমি দু’জনকে চিনি। তবে এ কে, কোথা থেকে এল, বলতে পারব না।

অভিনয়ের জন্য আপনি কতটা সাহসী হতে পারবেন?

দেখুন, শিল্পীদের ক্ষেত্রে ট্যাবু থাকা উচিত নয়। আমারও নেই। তাই চিত্রনাট্যের ডিমান্ড থাকলে আমি চুমুও খাব, বিকিনিও পরব।

কোনও স্বপ্নের চরিত্র?

রবীন্দ্রনাথের গল্পের যে কোনও চরিত্রে অভিনয় করা আমার স্বপ্ন।

কেন?

রবি ঠাকুর আমার প্রথম প্রেমিক। আমি আঁকতে শেখার পর প্রথম ওঁর ছবিই এঁকেছি। তাই এই অবসেশন আমার আছে। এমনকী আমি এটাও ঠিক করে নিয়েছি নামের অক্ষরে ‘র’ না থাকলে সেই ছেলেকে আমি বিয়ে করব না।

এমন সিদ্ধান্ত কেন?

রবীন্দ্রনাথকে তো পেলাম না। তাই দুধের স্বাদ ঘোলেই মেটাব।

সত্যিই বাগদান হয়েছে আপনার?

(জানতে চোখ রাখুন আগামী শনিবার)

আরও পড়ুন, ‘বিয়ের কথা খুব ধুমধাম করে জানাবো’

ছবি: ফেসবুকের সৌজন্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE