এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের দৌড় থেকে ছিটকে গিয়েছে আগেই। এ বার ফিফা র্যাঙ্কিংয়েও নীচে নেমে গেল ভারতের ফুটবল দল। গত ৯ বছরে এটাই তাদের সবচেয়ে খারাপ র্যাঙ্কিং। শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এ দিকে, ছেলেরা না পারলেও অনূর্ধ্ব-১৭ মেয়েরা এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছে।
শুক্রবার ফিফার র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে, ভারত দু’ধাপ নেমে রয়েছে ১৩৬-এ। শেষ বার ২০১৬-য় ১৩৭-এ নেমে গিয়েছিল। মাঝের এই ৯ বছরে কখনও এত নীচে নামেনি তারা। ১৯৯৬-এর ফেব্রুয়ারিতে ৯৪তম স্থানে উঠেছিল ভারত। সেটাই এখনও পর্যন্ত তাদের সেরা র্যাঙ্কিং।
এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে র্যাঙ্কিংয়ে নীচে থাকা সিঙ্গাপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১-১ ড্র করে ভারত। ঘরের মাঠে হেরে যায় ১-২ গোলে। সে দিনই তাদের এশিয়ান কাপে যাওয়ার আশা শেষ হয়ে যায়। পরের দু’টি ম্যাচে হংকং এবং বাংলাদেশকে হারালেও আর সম্ভাবনা নেই।
ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রেখেছে স্পেন। তবে উল্লেখযোগ্য হল প্রথম দশে জার্মানির ফিরে আসা। ফলে বিশ্বকাপের গ্রুপ পর্বে বাছাই দল হিসাবে থাকবে তারা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পর পর লুক্সেমবার্গ এবং উত্তর আয়ারল্যান্ডকে হারানোয় র্যাঙ্কিংয়ে উত্থান হয়েছে জার্মানির। চেক প্রজাতন্ত্রের কাছে হারায় ১১-য় নেমে গিয়েছে ক্রোয়েশিয়া।
আরও পড়ুন:
স্পেনের পর রয়েছে আর্জেন্টিনা। এর পর যথাক্রমে ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ড, ব্রাজিল, বেলজিয়াম এবং ইটালি রয়েছে।
এ দিকে, মেয়েদের অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে পিছিয়ে পড়েও জিতল ভারতের মেয়েরা। শুক্রবার উজ়বেকিস্তানকে অ্যাওয়ে ম্যাচে হারিয়েছে ২-১ গোলে। শাখজ়োদা আলিখোনোভার গোলে ৩৮ মিনিটে এগিয়ে গিয়েছিল উজ়বেকিস্তান। বিরতির পর ভারতের কোচ জোয়াকিম আলেকজ়ান্ডারসন নামান থান্ডামণি বাস্কেকে। সে ৫৫ মিনিটে সমতা ফেরান। ৬৬ মিনিটে অনুষ্কা কুমারির গোলের পিছনেও পাস দিয়েছে বাস্কে। গ্রুপ জি-তে ছ’পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করেছে ভারত। পরের বছর এশিয়ান কাপ হবে চিনে। ভারত প্রথম বার যোগ্যতা অর্জন করল।