Advertisement
E-Paper

আমার বায়োপিক নিয়ে প্রযোজকরা আগ্রহী

কলকাতা সফরে এসে সংক্ষিপ্ত আড্ডায় জানালেন জিনাত আমনসম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলে একটি জুয়েলারি ব্র্যান্ডের উদ্বোধনে এসেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমন। তিনি থাকবেন অথচ সিনেমার প্রসঙ্গ উঠবে না, তা কি আর হতে পারে?

স্বর্ণাভ দেব

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০৬
ছবি: সুদীপ্ত চন্দ

ছবি: সুদীপ্ত চন্দ

সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলে একটি জুয়েলারি ব্র্যান্ডের উদ্বোধনে এসেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমন। বিভিন্ন ডিজাইনের গয়না দেখে খুশিতে ঝলসে উঠছিল তাঁর চোখ। গয়না প্রীতির প্রসঙ্গে জানালেন, ‘‘কোন মহিলা না গয়না ভালবাসে! তবে সত্যি বলতে, আমি কখনও গয়না নিয়ে অবসেসড ছিলাম না। এখন তো আমার জুয়েলারি পরার চেয়ে দেখতেই বেশি ভাল লাগে।’’ তিনি থাকবেন অথচ সিনেমার প্রসঙ্গ উঠবে না, তা কি আর হতে পারে? স্বভাবতই প্রশ্ন উঠল, দীর্ঘ সময় তাঁকে সিলভার স্ক্রিনে দেখা যায়নি। প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা রয়েছে কি? মুচকি হেসে অভিনেত্রী বললেন, ‘‘সব কিছু ঠিক থাকলে হয়তো খুব তাড়াতাড়িই একটা ছবি সাইন করতে পারি। সেটা নিয়ে কথাও চলছে।’’ ‘দম মারো দম’-এ তাঁর নাচ আজও দর্শকের মনে নেশা ধরায়। অথচ স্বয়ং অভিনেত্রীর মন্তব্য, ‘‘ধুর! আমি ডান্সার নাকি! রাজ কপূর তো কখনওই আমাকে ভাল ডান্সার মনে করতেন না। ওঁর কাছে ভাল নৃত্যশিল্পী ছিলেন বৈজয়ন্তীমালা।’’ অবশ্য এই নিয়ে কোনও খেদ নেই তাঁর।

জিনাতের অভিনয়ে আসার ঘটনাটা বেশ চমকপ্রদ। তবে ইন্ডাস্ট্রিতে আসার পরে সহজাত প্রতিভায় স্বতন্ত্র জায়গা করে নিয়েছিলেন তিনি। এক কালের সেক্স সিম্বলের মাদকতায় আচ্ছন্ন হয়েছেন অনেকেই। তবে অভিনয়ের বাইরে সংসারী হতে চেয়েছিলেন বরাবরই। যদিও ব্যক্তিগত জীবনে অনেক ঝড়ঝাপটা তাড়া করেছে তাঁকে। প্রেম, বিচ্ছেদ, যন্ত্রণা, বিতর্ক, জনপ্রিয়তা... সব মিলিয়ে তাঁর জীবনে মজুত সিনেমা তৈরির সমস্ত উপাদানই। এ প্রসঙ্গেই তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, এখন তো বিভিন্ন ব্যক্তির জীবন উঠে আসছে সিনেমার পরদায়। জিনাত আমনের বায়োপিকও কি কখনও হতে পারে? ‘‘কথা চলছে। তিন জন প্রযোজক সেই প্রস্তাব নিয়ে আমার সঙ্গে যোগাযোগও করেছেন। তবে এখনই এর বেশি কিছু বলতে পারব না।’’ আর আত্মজীবনী? লিখছেন? জিনাতের ইঙ্গিত, অনেক কথা বলার রয়েছে তাঁরও। তবে এখনও সময় আসেনি। ‘‘অনেকেই এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত নিইনি,’’ বললেন অভিনেত্রী।

আড্ডার শেষ ভাগে উঠল কলকাতার প্রসঙ্গও। জিনাত বললেন, ‘‘এ শহরটা আমাকে বড্ড টানে! খুব আকর্ষণীয় কলকাতা। এখানকার মানুষদের মধ্যে একটা স্বচ্ছতা রয়েছে। পাশাপাশি এ শহরের আন্তরিকতা, শিল্পচেতনাও আমার খুব ভাল লাগে,’’ বলেই তড়িঘড়ি ব্যস্ত হয়ে পড়লেন গয়না দেখতে।

Zeenat Aman Bollywood Actress interview
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy