স্বপ্নের তারকাকে চোখের সামনে দেখতে পাওয়া সাধারণ মানুষের কাছে আলাদা উত্তেজনার ব্যাপার। কিন্তু সবার ক্ষেত্রেই যে এমন হয়, তা নয়। সম্প্রতি, নায়িকা কিয়ারা আডবাণী ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন এক ব্যক্তি। তাঁর নাম কার্তিকে তিওয়ারি। একই বিমানে যাচ্ছিলেন তাঁরা। সেখানেই ওই ব্যক্তির মায়ের সঙ্গে নায়িকা খুবই খারাপ ব্যবহার করেছেন কিয়ারা, দাবি কার্তিকের। কী ঘটেছে?
কার্তিকে নামের ওই ব্যক্তি উদয়পুর থেকে মুম্বই যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর মা এবং ভাই। একই বিমানে নাকি ছিলেন কিয়ারা এবং অভিনেতা কার্তিক আরিয়ান। তাঁদের সকলের আসনই ছিল বিমানের ‘বিজ়নেস ক্লাস’-এ। সেখানে কার্তিকের মা নাকি একটি ভুল করে ফেলেন। সেই কারণেই নাকি বলি-নায়িকার বিরক্তি সহ্য করতে হয় তাঁকে। কার্তিকে নামের ওই ব্যক্তি একটি ভিডিয়োয় বলেছেন, “তারকাদের ভগবানরূপে পুজো করা বন্ধ করুন। যা ব্যবহার দেখলাম। বাস্তবে নায়ক-নায়িকাদের ব্যবহার যা! আমার মা ভুল করে কিয়ারার আসনে বসে পড়েছিলেন। নিজের সংরক্ষিত আসনে অন্য কেউ বসে পড়লে খারাপ লাগা স্বাভাবিক। কিন্তু সেটা ভাল ভাবেও বলা যায় যে, ‘এই সিটটা আমার’। সেই কথা বলা তো দূর, মুখের এমন অঙ্গভঙ্গি করেন, যা দেখে খুবই খারাপ লেগেছে।” কার্তিকের এই অভিযোগের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সর্বত্র।
কিন্তু এই প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি কিয়ারা। মেয়ে হওয়ার পরে এখনও পর্যন্ত পর্দায় তাঁকে দেখা যায়নি। নতুন মা-কে বড়পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।