Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দিল্লিতে অনুষ্ঠানে এসে বাবার স্মৃতিতে ভারাক্রান্ত অনুষ্কাশঙ্কর

‘‘ভারতে এলেই আমার বাবার জন্য বেশি মনখারাপ করে। দিল্লিতে অনুষ্ঠান করতে এসে বাবার কথা আরও বেশি করে মনে পড়ছে। দিল্লি বাবার খুব প্রিয় শহর ছিল।’’

সুমনা কাঞ্জিলাল
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৫ ১৭:০৫
Share: Save:

‘‘ভারতে এলেই আমার বাবার জন্য বেশি মনখারাপ করে। দিল্লিতে অনুষ্ঠান করতে এসে বাবার কথা আরও বেশি করে মনে পড়ছে। দিল্লি বাবার খুব প্রিয় শহর ছিল।’’ রবিবার সন্ধ্যায় দক্ষিণ দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামের অনুষ্ঠানে বাজাতে ওঠার আগে কথাগুলি বললেন সেতারশিল্পী অনুষ্কাশঙ্কর।

অনুষ্কা এ বার ভারতে এসেছেন চারটি শহরে লাইভ কনসার্ট করতে। তার মধ্যে প্রথমটি হয়ে গেল গত কাল। দিল্লিতে প্রায় দু’বছর পর এলেন তিনি। তাঁর নতুন অ্যালবাম ‘হোম’ নিয়েই তিনি এসেছেন এ বারের সফরে।

কিংবদন্তী বাবা পণ্ডিত রবিশঙ্করের কাছে ন’বছর বয়স থেকে তালিম নিয়েছেন অনুষ্কা। ১৯৯৮ সালে বেরোয় তাঁর প্রথম অ্যালবাম। চার বার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছেন। হয়ে উঠেছেন বিশ্বের সঙ্গীতজগতের প্রথম সারির এক জন।

‘হোম’ অনুষ্কার অষ্টম একক অ্যালবাম। লন্ডনে রেকর্ডিং করা এই অ্যালবামে সেতারবাদনে তিনি তুলে এনেছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন রূপ। সে সবের ঝলক উঠে এল ওই অনুষ্ঠানে। অনুষ্কা জানালেন, ‘হোম’ তাঁর বাবার প্রতি শ্রদ্ধার্ঘ্য।

মিউজিক কম্পোজার হিসেবে ইতিমধ্যেই অনুষ্কা পৌঁছে গেছেন এক অনন্য উচ্চতায়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে মেলবন্ধন ঘটিয়েছেন পাশ্চাত্যের শাস্ত্রীয় সঙ্গীতের। ব্যবহার করেছেন ইলেক্ট্রনিকা, ফ্ল্যামেঙ্কো, জ্যাজ ইত্যাদি সঙ্গীতের উপকরণ। দিল্লির লাইভ কনসার্টে সেই দক্ষতারই কিছু অনায়াস প্রকাশ উপভোগ করলেন দর্শক-শ্রোতারা।

দিল্লির পরেই অনুষ্ঠান করতে অনুষ্কা উড়ে গেলেন বেঙ্গালুরু। এ দেশে তাঁর আরও দুটি লাইভ কনসার্ট আয়োজিত হবে তিরুবনন্তপুরম ও আমদাবাদে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

anoushka shankar delhi Ravi Shankar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE