লন্ডনে হারিয়ে গিয়েছেন ঐন্দ্রিলা সেন! বিদেশ বিভূঁইয়ে এ বার কী করবেন অঙ্কুশ হাজরা? বিপর্যস্ত অভিনেতা ঘটনাটি জানিয়ে হাহাকার করে উঠেছেন। কোথায় খুঁজে পাবেন তাঁর চেনা ঐন্দ্রিলাকে? এই প্রশ্ন তুলে লিখেছেন, ‘ইশশ! আমার আদর করে গাল চটকানোর মানুষটা কোথায় হারিয়ে গেল!’ সঙ্গে প্রেমিকার আগের আর এখনকার দুটো ছবি!
লন্ডনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে নতুন ছবিতে অভিনয়ের কাজ শেষ। অঙ্কুশ এ বার রাজা চন্দের আগামী ছবির শ্যুটে ব্যস্ত। সেই ছবিতে তাঁর বিপরীতে ঐন্দ্রিলা। শ্যুট উপলক্ষে তিনিও তাই লন্ডনেই।
কিন্তু কী ভাবে এত বড় ঘটনা ঘটে গেল? আসল ঘটনা অন্য। নায়িকা কিন্তু হারাননি। হারিয়ে গিয়েছে তাঁর আগের চেহারা। আগে তাঁর চেহারা যথেষ্ট ভারী ছিল। বেশ গোলগাল ছিলেন তিনি। গালগুলোও ছিল ফোলা ফোলা। সেই ঐন্দ্রিলা শরীরচর্চা করে এখন ছিপছিপে। ফোলা গাল উধাও। ফলে, মনের সুখে আর ঐন্দ্রিলার গাল চটকাতে পারছেন না অঙ্কুশ! সেই আক্ষেপ তিনি রসিকতায় মুড়ে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।