Advertisement
E-Paper

সিরিয়াল কিলার রমনকে নিয়ে ‘কান’-এ অনুরাগ

ফের স্বমহিমায় অনুরাগ কাশ্যপ। প্রযোজকের টুপি খুলে ফের ডিরেক্টরের চেয়ারে। তাঁর নয়া সাইকোলজিক্যাল থ্রিলার ‘রমন রাঘব ২.০’-এর প্রিমিয়ার হবে আগামী মাসেই। তবে যে সে জায়গায় নয়, ৬৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্মের প্রথম স্ক্রিনিং।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৬ ১১:৫৮

ফের স্বমহিমায় অনুরাগ কাশ্যপ। প্রযোজকের টুপি খুলে ফের ডিরেক্টরের চেয়ারে। তাঁর নয়া সাইকোলজিক্যাল থ্রিলার ‘রমন রাঘব ২.০’-এর প্রিমিয়ার হবে আগামী মাসেই। তবে যে সে জায়গায় নয়, ৬৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্মের প্রথম স্ক্রিনিং। নিজের ফ্যানদের এ কথা টুইট করে জানিয়েছেন অনুরাগ স্বয়ং। জানিয়েছেন, কান ফিল্মোৎসবে প্রেস্টিজিয়াস ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগের জন্য মনোনীত হয়েছে তাঁর ছবি।

অনুরাগের ফিল্মের নায়ক কিন্তু একেবারেই কাল্পনিক নয়। গত শতকের ষাটের দশকের মাঝামাঝি মুম্বইয়ের ত্রাস ছিল সিরিয়াল কিলার রমন রাঘব। পুলিশের খাতায় ‘সাইকো রাঘব’ নামধারী রমনকে অনেকে আবার দেশের সবচেয়ে নৃশংসতম খুনির তকমা দিয়েছিলেন। রমন নিজে অবশ্য স্বীকার করেছিল, বেশি নয়, ‘মোটে’ ২৩টি খুন করেছিল সে। যদিও পুলিশের দাবি, ২৩ নয়, আরও কয়েকটি খুনের পিছনে তার হাত রয়েছে। তা এহেন রমনকে নিয়ে এর আগে ৭০ মিনিটের শর্ট ফিল্ম করেছিলেন ‘এক হাসিনা থি’, ‘বদলাপুর’-এর ডিরেক্টর শ্রীরাম রাঘবন। সে বার তাঁর ফিল্মে ‘সাইকো রাঘবে’র চরিত্রে ছিলেন রঘুবীর যাদব। আর এত বছর পর ফের পর্দায় রমনকে জীবন্ত করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন ‘মাশান’ খ্যাত ভিকি কৌশল।

অনুরাগের এই প্রোজেক্ট নিয়ে উচ্ছ্বসিত ছবির নায়ক নওয়াজ। জানিয়েছেন, সঠিক পথেই এগোচ্ছেন তিনি। আর কী বলছেন স্বয়ং অনুরাগ? গত বছরের ‘বম্বে ভেলভেট’-এর হতাশা কাটিয়ে ফের নতুন উদ্যমে সেটে নেমে পড়েছেন তিনি। সাম্প্রতিক কালের বক্স অফিসে সাফল্যের মুখে দেখেছে তাঁর প্রযোজনায় স্বল্প বাজেটের ‘মাশান’, ‘হান্টার’ বা ‘এনএইচ-১০’। এ বার ডিরেক্টের হিসেবেও ফের পুরনো ফর্মে ফিরতে মরিয়া অনুরাগ। আগামী ২৭ মে এ দেশে রিলিজ হওয়ার কথা। তার আগে কান-এ প্রিমিয়ারের খবরে তিনি বলেন, “আমার আর আমার টিমের পক্ষে এটা খুবই গর্বের বিষয়।”

আরও পড়ুন, ২৪ জুন পৃথিবী ধ্বংস হতে পারে?

Anurag Kashyap Raman Raghav Cannes Film Festival
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy