নতুন প্রজন্মের মুখোমুখি বসলেন পরিচালক অনুরাগ কশ্যপ। কন্যা আলিয়া কশ্যপের একাধিক প্রশ্নের উত্তর দিলেন পরিচালক। বিয়ের আগে যৌন সম্পর্কে, গর্ভধারণ, অথবা প্রেমিকের সঙ্গে সহবাস— এক তরুণীর জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে কথা বললেন বাবা-মেয়ে। আলিয়ার ইউটিউব চ্যানেলে সেই সমস্ত কথোপকথন ধরা পড়ল। জানা গেল মজার কিছু ঘটনার কথাও।
আলিয়ার প্রশ্ন, বিয়ের আগে যৌন সম্পর্ক নিয়ে কী ধারণা তাঁর বাবার? অনুরাগের মতে, সমাজ অনেকটা পরিবর্তন হয়েছে। তাঁদের প্রজন্ম যা দেখে এসেছে, সেই মূল্যবোধের ভারত বদলে গিয়েছে। সেটাকে গ্রহণ করতে হবে সব মা-বাবাদেরই। এখন ছেলেমেয়েরা তাদের অভিভাবকদের সঙ্গে অনেক বেশি খোলামেলা। কোনও সমস্যায় পড়লে বা জীবনে কোনও বড় পদক্ষেপ করতে হলে তারা বাবা মায়ের সঙ্গে আলোচনা করে সরাসরি। তিনি যদি বিয়ের আগে গর্ভধারণ করেন, তাতে পরিচালকের প্রতিক্রিয়া কী হবে? কশ্যপের কথায়, ‘‘আমি তোমাকে প্রথমে জিজ্ঞেস করব, তুমি এই সন্তান চাও কি না। চাইলে সেই মতো সিদ্ধান্ত নিতে হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনও পদক্ষেপের জন্য মূল্য দিতে হবে। কিন্তু তাতেও তোমার পাশে থাকব আমি।’’