সেনা জওয়ানেরাই দেশের আসল নায়ক। অভিনেতা বা ক্রিকেটতারকারা নয়। এমন মনে করেন ক্রিকেটতারকা বিরাট কোহলির স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা। কিছু দিন ধরেই নাকি অনুষ্কা ও বিরাটের সংসারে অশান্তি চলছে। অবনীত কৌরের ছবি ‘লাইক’ করা নিয়ে নাকি সমস্যার সূত্রপাত। সেই জন্যই কি এমন ভাবনা অনুষ্কার?
ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর থেকে বহু তারকাই সমাজমাধ্যমে মুখ খুলেছেন। অনুষ্কার বাবা অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। সেই অভিজ্ঞতাও তুলে ধরেছেন অভিনেত্রী। আর এ বার অভিনেত্রীর একটি ‘লাইক’ নিয়ে প্রশ্ন উঠছে। এক নেটাগরিক সমাজমাধ্যমের পোস্টে লেখেন, “এই দিনগুলোই বুঝিয়ে দেয়, সেনা জওয়ানেরাই আসল নায়ক। বলিউডের তারকা বা ক্রিকেটারেরা নয়।”
আরও পড়ুন:
ক্রিকেটতারকার স্ত্রী হয়ে এই পোস্ট সমর্থন করেছেন তিনি। চোখ এড়ায়নি নেটাগরিকের। এর আগেও ভারতীয় সেনার জন্য অনুষ্কা নিজে লিখেছিলেন, “ভারতীয় সেনা জওয়ানেরা আমাদের এই সময়ে রক্ষা করছেন নায়কের মতো। বলা ভাল, ওঁরাই নায়ক। ওঁদের ধন্যবাদ। সেনা ও তাঁর পরিবারকে তাঁদের অপরিসীম ত্যাগের জন্য কৃতজ্ঞতা জানাই। জয় হিন্দ।”
অনুষ্কা জানিয়েছেন, কার্গিল যুদ্ধেও তাঁর বাবার ভূমিকা ছিল। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময়ে অনুষ্কার বয়স মাত্র ১১। তাই সেই সময়ের ভয়াবহতা ও গুরুত্ব তিনি বুঝতে পারেননি। অনুষ্কা বলেছেন, “কার্গিল যুদ্ধ সাংঘাতিক ছিল। খুব ছোট ছিলাম তখন। তবে মায়ের অবস্থা দেখে আমার খুব ভয় লাগত। সব সময়ে সংবাদ সম্প্রচার দেখতেন। যখনই মৃত্যুসংবাদ দেখানো হত, মা খুব বিষণ্ণ হয়ে পড়তেন।”