Advertisement
০৫ অক্টোবর ২০২৩
Anushka Sharma

Aushka Sharma: টুপির আড়ালে লাজুক অনুষ্কা, কে এত লজ্জায় ফেলল তাঁকে? জানালেন বিরাট ঘরনি

অন্য মেজাজে ধরা দিলেন অনুষ্কা। বেড়াতে এসে কী এমন হল তাঁর সঙ্গে?

 লাজে রাঙা ‘চাকদহ এক্সপ্রেস’-এর নায়িকা

লাজে রাঙা ‘চাকদহ এক্সপ্রেস’-এর নায়িকা

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৬:৩৭
Share: Save:

নীল সাগরের পার। ফুরফুরে রোদে কখনও গেরুয়া সুইমস্যুট, কখনও কালো বিকিনিতে উত্তাপের পারদ চড়াচ্ছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। সে ছবি অবাক হয়ে দেখছেন ভক্তরা। এমন বেশে অনুষ্কাকে আগে দেখেননি যে!

স্বামী বিরাট কোহলীর সঙ্গে ছুটি কাটাতে সম্প্রতি মলদ্বীপ সফরে গিয়েছিলেন অনুষ্কা। সঙ্গী হয়েছিল দেড় বছরের কন্যা ভামিকাও। নিভৃতে ছুটি কাটিয়ে সোমবার বিকেলে মুম্বই ফিরে এসেছেন তাঁরা। তবে প্রতিনিয়ত সৈকত সফরের ছবি দেখে বোঝার উপায় নেই যে, তাঁরা ইতিমধ্যেই ফিরে এসেছেন।

বেড়াতে গিয়ে আপন খেয়ালে সমুদ্র-বাতাস উপভোগ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিকনায়ক। 'চাকদহ এক্সপ্রেস'-এর অভিনেত্রী অনুষ্কাও যেন কিশোরী মেয়েটির মতো রোদে রোদে খেলে বেড়িয়েছেন। সেখানে একটি ছবি বিশেষ করে মনোযোগ আকর্ষণ করেছে অনুরাগীদের। যে ছবিতে কালো-ধূসরের মিশেলে এক সাঁতারের পোশাক পরে আছেন অনুষ্কা। মাথায় চটের টুপি। যার নীচে লজ্জা-রঙিন প্রশান্তির আভাস অভিনেত্রীর মুখে।

লাজে রাঙা অনুষ্কা সেই ছবির ক্যাপশনে লিখেছেন, 'রোদ যখন আমায় লজ্জায় ফেলে!’ সমুদ্রস্নান সেরে সৈকতে উঠে নিজের প্রতিক্রিয়া ধরে রাখতে চেয়েছিলেন বিরাট ঘরনি। ছবিটি তুলেছিলেন নিজেই। সেই ছবির নীচে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। অনুষ্কা যে সব সময় অনন্যসাধারণ, সুন্দর, মন্তব্যে সে কথাই জানিয়েছেন সকলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE